পৃষ্ঠাসমূহ

বুধবার, ২৬ জুন, ২০১৩

সুপ্রিম কোর্টে মিথ্যা মামলা প্রমাণিত হবে আল্লামা দেলেওয়ার হোছাইন সাঈদী

সুপ্রিমকোর্টে শুনানির জন্য অপেক্ষমাণ মামলার প্রস্তুতি দিক নির্দেশনার জন্য রবিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে তার দুজন আইনজীবী সাক্ষাৎ করেছেন

অ্যাডভোকেট তাজুল ইসলাম মতিউর রহমান আকন্দ তার সঙ্গে দেখা করেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিফেন্স অফিস এক্সিকিউটিভ এমএম রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়

আল্লামা সাঈদী তার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির আদেশ বাতিলের জন্য সুপ্রিমকোর্টে আপিল দায়ের করেছেন। মামলাটি শুনানির অপেক্ষায় রয়েছে। মামলার আইনি বিষয়ে প্রস্তুতির জন্য আল্লামা সাঈদী আইনজীবীদের দিকনির্দেশনা দেন।

যে দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রমাণ এবং উক্ত অভিযোগের ফ্যাক্টস্ আইনি যুক্তি তুলে ধরার জন্য আল্লামা সাঈদী আইনজীবীদেরকে পরামর্শ দেন

সময় তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার হাজার কোটি মাইলের মধ্যেও আমার কোনো অবস্থান ছিল না। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই মামলায় আমাকে সাজা দেয়া হয়েছে।

জামায়াতের সিনিয়র এই নেতা বলেন, ‘মাননীয় ট্রাইব্যুনালের নিকট আমি পাঁচ মিনিট সময় চেয়েছিলাম আমার বিরুদ্ধে আনীত অভিযোগের জবাব দেয়ার জন্য। কিন্তু আমাকে সে সুযোগও দেয়া হয়নি।

সরকার জামায়াত নেতাদেরকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দিয়ে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেয়ার চক্রান্ত করছে। কিন্তু সরকারের সকল ষড়যন্ত্র এদেশের তৌহিদী জনতা নস্যাৎ করে দেবে; ইনশাআল্লাহযোগ করেন তিনি।

আল্লামা সাঈদী বলেন, ‘যারা আল্লাহর একত্ববাদের আওয়াজ বন্ধ করে দিতে চায় আল্লাহ তায়ালা তাদের আওয়াজ বন্ধ করে দেবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের জমিন আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিয়েছেন।

আজ হোক কাল হোক ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। যে জমিনে অন্যায়, অসত্য মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শিশু-কিশোর, তরুণ, বৃদ্ধ নারীরা অকাতরে জীবন বিলিয়ে দেয়, সে জমিনে অবশ্যই আল্লাহর দ্বীন বিজয় লাভ করবে এবং জালেম শাহীর পতন ঘটবেবলেন তিনি।

জামায়াতের সিনিয়র এই নেতা বলেন, ‘আমি মৃত্যুর পরওয়া করি না। সারা জীবন শহীদী মৃত্যু কামনা করেছি। লক্ষ লক্ষ মানুষকে নিয়ে উন্মুক্ত ময়দানে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছি শহীদী মৃত্যুবরণের জন্য। স্বাভাবিক মৃত্যুর মধ্যে কোনো গৌরব নেই, শহীদী মৃত্যু মানুষকে গৌরবান্বিত এবং মহিমান্বিত করে।

তিনি বলেন, ‘আমি আল্লাহর প্রতি ঈমান আনার ঈমানের কথা বলার কারণে হাজার বার জীবন দিতে প্রস্তুত। আমি স্মরণ করিয়ে দিতে চাই, শহীদ হাসানুল বান্না, সাইয়্যেদ কুতুব শহীদ আবদুল কাদের আওদাহ্কে শহীদ করে দ্বীনের আওয়াজ বন্ধ করা যায়নি।

তাদের রক্ত শুধু মিসর নয়, সারা পৃথিবীতে কথা বলছে। আমি সেই দ্বীনে হকের দায়িত্ব পালনের অপরাধে যে মৃত্যু, সেই মৃত্যুই কামনা করিযোগ করেন তিনি।

আল্লামা সাঈদী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে অভিযোগে আমাকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে সুপ্রিমকোর্টে তা মিথ্যা প্রমাণিত হবে এবং আমি কোরআনের ময়দানে ফিরে যাব; ইনশাআল্লাহ

রবিবার, ২০ নভেম্বর, ২০১১

১-০ গোলে মালয়েশিয়ার হাতে মায়ানমারের পরাজয়


ফাকরীর গোলে উত্তেজিত মালয়েশিয়ার খেলোয়াড়।

ইন্দোনেশিয়াঃ গত ১৯শে নভেম্ব্রর মালয়েশিয়ার সময় রাত ৯টা ইন্দোনেশিয়ার ‘২৬তম সী গেমইস’ এর উদ্যেগে ইন্দোনেশিয়া জাকারতার ‘গ্যালোরা বোং কার্নো স্ট্যাডিয়াম’এ মালয়েশিয়া বনাম মায়ানমার ফুটবল খেলা অনুষ্টিত হয়।দু’দলই সুন্দর খেলা উপহার দেয়।খেলার মান যথাক্রমে ৬৫%, ৭৮%, বিরতির পর ৭৫মিনিটের মাথায় দূর্ভাগ্যক্রমে মালয়েশিয়ার খেলোয়াড় ফাকরীর পায়ের জোরে মানয়ানমারের গোলে আগাত হানে।দু’দলই সেমি ফাইনালে অংশ গ্রহন করে, মালয়েশিয়া ফাইনালের খাতায় নাম লিখে

শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

ওবামা মালয়েশিয়ার প্রতি রসাস্বাদন দেখায়

প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ নাজীব রাজ্জাক আসিয়ান ও পূর্ব এশিয়া বৈঠকের এর 
সীমারেখা - বহির্ভুত অংশের উপর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিপাক্ষিক বৈঠক আজ।

বালি ইন্দোনেশিয়াঃ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল একটি প্রগতিশীল আন্তর্জাতিক বিষয়াবলী ইসলামিক জাতি হিসেবে মালয়েশিয়ার ভূমিকা দিকে ওয়াশিংটনে গুণগ্রাহিতা হাইলাইট হয়েছে।তিনি আশা করেন উভয় দেশগুলি বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদ্যমান সহযোগিতা উন্নত করতে পারে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ নাজীব রাজ্জাকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে, ওবামা উল্লেখিত মালয়েশিয়ার পুনর্গঠন প্রচেষ্টায় আফগানিস্তানে যুদ্ধে ছিন্ন যেখানে কুয়ালালমপুর বর্তমানে চিকিৎসা প্রদান সাহায্যে অংশগ্রহণ করা হয়। নাজীব বলেন সম্ভবত মালয়েশিয়ায় অন্যান্য এলাকায় আফগান পুলিশ বাহিনী যা বর্তমানে গঠন প্রক্রিয়ায় চলমান প্রশিক্ষণ প্রদানের জন্য অবদান রাখতে পারে।উভয় নেতা চলমান সীমারেখা-বহির্ভুত অংশ পুরণে আসিয়ান শীর্ষসম্মেলন সম্পর্কিত বৈঠক।এই ছিল প্রথমবারের ওবামা আসিয়ান-মার্কিন নেতাদের বৈঠক, সম্পর্কিত ১৯তম আসিয়ান শীর্ষসম্মেলন পাশাপাশি অনুষ্ঠিত বৈঠকের এক ছিল অনুচর।গত বছর এপ্রিল নাজীব যখন ওয়াশিংটন ডিসি নিরাপত্তা শীর্ষসম্মেলন উদ্বোধনী অনুষ্টান অংশগ্রহনে দুই নেতার এই ছিল সর্বশেষ একটি দ্বিপাক্ষিক বৈঠক। আসিয়ান-জাপান শীর্ষসম্মেলন; আসিয়ান-কোরিয়া শীর্ষসম্মেলন; আসিয়ান-প্লাস-৩ শীর্ষসম্মেলন এবং তৃতীয় আসিয়ান-মার্কিন শীর্ষসম্মেলন এছাড়াও ১৪তম আসিয়ান-চীন শীর্ষসম্মেলন গতকাল নাজীব অংশগ্রহন করেন।
প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ নাজীব রাজ্জাক আসিয়ান ও পূর্ব এশিয়া বৈঠকের সীমারেখা-বহির্ভুত অংশের উপর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বালি’তে বৈঠক আজ।

বুধবার, ৯ নভেম্বর, ২০১১

ঈদের টানা একসপ্তাহ’র ছুটিতে লোকালয়ে ভিড়ের ঢল নেমেছে

সেলিমঃ গত ৬ই নভেম্বর ঈদুল আযহা’কে সামনে রেখে পুরো মালয়েশিয়ায় টানা এক সপ্তাহের ছুটিতে আজ তিন দিন শেষে চার দিনের মাথায় মানুষ কর্মস্থানে ফেরা শুরু করেছে। এই ঈদুল আযহা বিশ্ব মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। তদ্রুপ মালয়েশিয়াও সংখ্যাগরিষ্ট মুসলিম দেশে  এই দিনটি অন্যতম। প্রতিবারের ন্যায় এবারের ঈদুল আযহা’র দিনটি তেমন আনুষ্ঠানিকতা দেখা যায়নি। তাই মানুষের আনন্দ, খুশি, ঈদ ছুটি কাটাও ছিল ভিন্ন। আনন্দ উল্লাসের তেমন ঝড় বয়নি। গত কয়েক দিন আগে কালি মা’র দেবী পূঁজা যেভাবে উদযাপন হয়েছে তা সর্বধর্মালম্বীর আনন্দের ছোঁয়া লেগে দেয়। এরপর নতুন বছরের শুরুতে চীনা ধর্মানুষ্ঠানেও উৎসব যেভাবে উদযাপিত হবে মুসলিমদের লজ্জায় মুখ ডুবাবে। সরকারিভাবে অফিস আদালত, কোট-কাছারী, স্কুল-মাদ্রাসা ছুটি হলেও বেসরকারি বিভিন্ন সংস্থার ছুটি হয়নি। যা মুসলমানদের জন্য অবমাননার পরিপন্থী। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ নাজিব পবিত্র হজ্ব পালনে তাঁর পরিচালনাধীন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বিভিন্ন সমস্যাজনিত কারণে পবিত্র ঈদুল আযহা প্রতিবারের ন্যায় এবার ব্যতিক্রম দেখা দেয়। এতেও মানুষ যেভাবে খুশির নেশায় মগ্ন হয়ে ঘুরছে সর্বান্তরে। রাস্তা-ঘাট, খোলা মাঠ, হাওড়, নদী পাড়, বালি কণা সমুদ্রাচর, নির্জনালয়, শিশুপার্ক, মনমহল হয়ে উঠেছে বাঁধ ভাঙ্গা জন মিছিল। দু’চোখের অদৃশ্য হয়না কোন অন্তর। মানুষের গুনগুনে হয়ে উঠে পাখির গুঞ্জন।

শনিবার, ২৯ অক্টোবর, ২০১১

মালয়েশিয়া কন্সসিয়াশ এ্যাসোসিয়েশন সাঈদীর মায়ের শোক প্রকাশ

গতকাল শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মা এর নামাযে জানাযার একাংশ। জানাযায় ইমামতি করেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী-মাশিয়া ডটকম।
মাশিয়া ডটকমঃ গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় আল্লামা মুফচ্ছিরে কোরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ঢাকার শহীদবাগস্থ বাসভবনে তাঁর মাতা বেগম গুলনাহার ইউসুফ সাঈদী ইন্তেকাল করেন। "মালয়েশিয়া কন্সসিয়াশ এ্যাসোসিয়েশন" মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে গভীর সমবেদনায় শোক প্রকাশ করেন। মরহুমার অছিয়তানু্যায়ী সাঈদী জানাযায় ইমামতি করতে পারায় আন্তরিকভাবে অভিনন্দন। উক্ত জানাযায় মানুষের ঢল দেখে খুশির কান্নায় বুক ভরে। শুক্রবার বাদে জুমা মরহুমার নাযাতের জন্য দোয়ার আসর বসানো হয়। উক্ত এ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ সেলিম, আহম্মদ, শহীদ, আব্দুল গনি, সাঈদ, মনির, হাফিজ, হানিফ, জুবাইর, মোনাফ, আশরাফ, মিজান, মাহবুব, কালাম, আমিন, ফারুক, দেলোয়ার প্রমুখ। 

শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১১

মালয়েশিয়ার কুয়ালালমপুর শহরকে ‘টপটেন বেষ্ট সিটি’ শহরে রূপান্তরের উদ্যোগ


কুয়ালালমপুর শহরের ‘টপটেন বেষ্ট সিটি’ প্রকল্পের নকঁশা।

কুয়ালালমপুরঃ প্রধানমন্ত্রী জনাব নাজীব বৃহত্তম কুয়ালালমপুর শহরকে ‘টপটেন বেষ্ট সিটি’ শহর চালু করার উদ্যোগ হাতে নিয়েছেন। আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পমন্ত্রী সেরী মোস্তাফা মুহাম্মদ বলেন অর্থনীতিবিদ গোয়েন্দা ইউনিটের (ইআইউ)২০১১ রিপোর্টে ৭৯তম বিশ্বব্যাপী টপটেন সিটি বাছাই পর্বে কুয়ালালপুর ১৪০ নম্বর শহর হিসেবে স্থানাধিকার করে। “আমাদের অধিবেশন হবে টপটেন সিটি” তিনি এ কথা বলার পর মঙ্গলবার নাজা টিটিডিআই’স কেএল মহানগরী প্রকল্প চালু করে। মোস্তাফা ছিলেন প্রধানমন্ত্রী সেরী নাজীব বিন রাজ্জাকের উপদেষ্টা প্রতিনিধি। ‘ইআইউ’এর শীর্ষ টপটেন সিটির মধ্যে ছিল- মেলবোর্নে, ভিয়েনা, ভ্যাঙ্কুভার, টরন্টো, ক্যালগ্রে, সিডনি, হেলসিঙ্কি, পার্থ, এডিলেড (অষ্টমে ছুঁই ছুঁই) অকল্যান্ড। জনাব মোস্তাফা বলেন বৃহত্তম কুয়ালালমপুরকে রূপান্তরের জন্য মহানগরী প্রকল্পে রিঙ্গিত ১৫ বিলিয়ন খরচ হবে। তিনি প্রথম পর্যায়ে ৫.৩হাই বিশিষ্ট ‘মাট্রেড সেন্ট্রাল’ এবং একটি কনভেনশন ও প্রদর্শনী কেন্দ্র, শপিং মলে, বাণিজ্যিক ও আবাসিক ইউনিট নিমার্ণ দেখতে চাই। “আন্তর্জাতিজ ঘটনাবলী এবং প্রদর্শনী সেন্ট্রার হিসেবে নতুনভাবে রাজধানীর মধ্যে প্রধান মন্ত্রীর নিজস্ব কার্যালয় নিমার্ণ”। “মোস্তাফার বক্তৃতায় প্রধানমন্ত্রী উদাহারণ দিয়ে বলেন মহানগর প্রকল্পটি সরকার ব্যক্তিগত সেক্টর এবং জাতীর যৌথ প্রচেষ্টায় অর্থনীতির বিকাশ ঘটাবে”। প্রধানমন্ত্রী সেরী নাজীব বৃহত্তম কেএল নগর প্রকল্পটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্যে কুয়ালালমপুর শহর রূপান্তরে নাজা টিটিডিআই ইন্স্যুরেঞ্জ থেকে অর্থনৈতিক ও ইঞ্জিন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা চেয়েছিলেন। তিনি আরো বলেন আমি আশা করি কুয়ালালমপুর আন্তর্জাতিক সেক্টর এবং বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট নগর হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। মান ও গুণ সম্পন্ন উন্নত ডিজাইনের রুচিসম্মত সবুজ দালান এবং অন্যান্য উন্নত ও উন্নয়ন শহরের মত কুয়ালালমপুরকে নগর ‘টপটেপ বেষ্ট সিটি’ নিমার্ণে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা। 

বুধবার, ২৬ অক্টোবর, ২০১১

লিবিয়া পুনর্নির্মাণে অতিশীঘ্রই উন্নতি ও পরিবর্তনের ঘোষণা দেবেন।


এমশিয়া ডটকমঃ লিবিয়ায় নতুন প্রধানমন্ত্রীর অধীনে পুনর্নির্মাণে কোন সমস্যা নেই, বিশেষত নিজ দেশীয় তেল-গ্যাস সম্পদ মালিকানাধীন সমর্থিত, লিবিয়ার রাষ্ট্রদূত মালয়েশিয়ার ডাঃ আবু বাকার আল মানছুরী’র কাছে বলেন। তিনি আরো বলেন তার দেশের প্রত্যাশিত নতুন সরকারের নেতৃত্বে লিবিয়াকে শীঘ্রই উন্নয়ন এবং পরিবর্তনশীল দেশ হিসেবে ঘোষণা দেবে।
এখন সঠিক উন্নতি প্রদানে জন্য প্রত্যাশিত কাঠামোগত শাসন ব্যবস্থা প্রস্তুত হচ্ছে লিবিয়ায়। লিবিয়ায় অন্যান্য দেশ থেকে সহায়তার গ্রহণের জন্য প্রস্তুত এবং আনুগত্য থাকবেন। তবে উন্নয়ন প্রক্রিয়ায় উপযুক্ত সময়ের স্বদ্যব্যবহার হবে, “অনুষ্ঠান শেষে তিনি জাতীয় পত্রিকার সম্পাদককে বলেন আজ এই বিকেলে এখানে লিবিয়ার স্বাধীনতা উদযাপন।
ইতিমধ্যে, জনাব আবু বাকার লিবিয়ানবাসীকে ফোন করে বাড়ী ফিরে যেতে এবং একত্রে একটি নতুন স্বাধীন গণতান্ত্রিকগঠন হয়েছে  বলেন। রাষ্ট্রদূত আরো বলেন “মালয়েশিয়ার কাছ থেকে আমরা আমাদের এই পরিকল্পনার সমর্থন এবং অভিনন্দন চাই।
লিবিয়ার একজন ব্যক্তি আবু বক্কর আল হামিদ আম্মার (৪৮), দেশের মধ্যে সে যন্ত্রপ্রকৌশলী ইঞ্জিনিয়ারিং শেষ করে বাড়ি ফিরে যাবেন । তিনি বলেন “মুয়াম্মার গাদ্দাফি’র মৃত্যু (লিবিয়ানবাসীর বেদখল বিদ্রোহী নেতা) ভাল এবং সুফলের এর পরিবর্তন” বলে গণ্য করেন”।