পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১১

মালয়েশিয়ার কুয়ালালমপুর শহরকে ‘টপটেন বেষ্ট সিটি’ শহরে রূপান্তরের উদ্যোগ


কুয়ালালমপুর শহরের ‘টপটেন বেষ্ট সিটি’ প্রকল্পের নকঁশা।

কুয়ালালমপুরঃ প্রধানমন্ত্রী জনাব নাজীব বৃহত্তম কুয়ালালমপুর শহরকে ‘টপটেন বেষ্ট সিটি’ শহর চালু করার উদ্যোগ হাতে নিয়েছেন। আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পমন্ত্রী সেরী মোস্তাফা মুহাম্মদ বলেন অর্থনীতিবিদ গোয়েন্দা ইউনিটের (ইআইউ)২০১১ রিপোর্টে ৭৯তম বিশ্বব্যাপী টপটেন সিটি বাছাই পর্বে কুয়ালালপুর ১৪০ নম্বর শহর হিসেবে স্থানাধিকার করে। “আমাদের অধিবেশন হবে টপটেন সিটি” তিনি এ কথা বলার পর মঙ্গলবার নাজা টিটিডিআই’স কেএল মহানগরী প্রকল্প চালু করে। মোস্তাফা ছিলেন প্রধানমন্ত্রী সেরী নাজীব বিন রাজ্জাকের উপদেষ্টা প্রতিনিধি। ‘ইআইউ’এর শীর্ষ টপটেন সিটির মধ্যে ছিল- মেলবোর্নে, ভিয়েনা, ভ্যাঙ্কুভার, টরন্টো, ক্যালগ্রে, সিডনি, হেলসিঙ্কি, পার্থ, এডিলেড (অষ্টমে ছুঁই ছুঁই) অকল্যান্ড। জনাব মোস্তাফা বলেন বৃহত্তম কুয়ালালমপুরকে রূপান্তরের জন্য মহানগরী প্রকল্পে রিঙ্গিত ১৫ বিলিয়ন খরচ হবে। তিনি প্রথম পর্যায়ে ৫.৩হাই বিশিষ্ট ‘মাট্রেড সেন্ট্রাল’ এবং একটি কনভেনশন ও প্রদর্শনী কেন্দ্র, শপিং মলে, বাণিজ্যিক ও আবাসিক ইউনিট নিমার্ণ দেখতে চাই। “আন্তর্জাতিজ ঘটনাবলী এবং প্রদর্শনী সেন্ট্রার হিসেবে নতুনভাবে রাজধানীর মধ্যে প্রধান মন্ত্রীর নিজস্ব কার্যালয় নিমার্ণ”। “মোস্তাফার বক্তৃতায় প্রধানমন্ত্রী উদাহারণ দিয়ে বলেন মহানগর প্রকল্পটি সরকার ব্যক্তিগত সেক্টর এবং জাতীর যৌথ প্রচেষ্টায় অর্থনীতির বিকাশ ঘটাবে”। প্রধানমন্ত্রী সেরী নাজীব বৃহত্তম কেএল নগর প্রকল্পটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্যে কুয়ালালমপুর শহর রূপান্তরে নাজা টিটিডিআই ইন্স্যুরেঞ্জ থেকে অর্থনৈতিক ও ইঞ্জিন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা চেয়েছিলেন। তিনি আরো বলেন আমি আশা করি কুয়ালালমপুর আন্তর্জাতিক সেক্টর এবং বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট নগর হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। মান ও গুণ সম্পন্ন উন্নত ডিজাইনের রুচিসম্মত সবুজ দালান এবং অন্যান্য উন্নত ও উন্নয়ন শহরের মত কুয়ালালমপুরকে নগর ‘টপটেপ বেষ্ট সিটি’ নিমার্ণে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন