পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৫ অক্টোবর, ২০১১

ব্যাংকক দুর্দশার বন্যা


Foto
বন্যায় ব্যাংকক সিটিতে নৌকায় করে যাতায়ত 
ব্যাংকক: ব্যাংকক রাজধানীর মধ্যে নয় মিলিয়ন জনসংখ্যা বন্যায় অসহায়ত্ব জনজীবন বিভ্রান্ত।এই বন্যা গত কয়েক দিন ধরে বিরাজ করতেছে। শহরের বিভিন্ন সপিংকমপ্লেক্সের সামনে বালির বস্তাদ্বারা বাঁধের ঘেরা । শত শত বিঘা ফসলী ধানক্ষেত এবং কারখানা তলীয়ে যায়। সাম্প্রতিক একটি রিপোর্ট সূত্রে- 'সাও প্রাইয়া' নদীর জল স্তর ২.১৩ মিটার,  গত বছর সর্বউচ্চতা জলস্তর ছিল ২.১০ মিটার এবং ২৩০ এর বেশির ভাগই উত্তর সেন্ট্রাল স্কয়ার মধ্যে সড়ক। এই বন্যা থাইল্যান্ড ইতিহাসের মধ্যে সবচেয়ে খারাপ বন্যা হিসেবে বইয়ে যায়। মেট্রোপলিটান শহরের অভ্যন্তরীন কম অঞ্চলে অবস্থিত।

থাই সরকার অধিবাসী এবং বিভিন্ন প্রয়োজনীয় সরাঞ্জামাদী নিরাপদ আশ্রয়স্থানে সরিয়ে রাখার সার্বিক সহযোগীতা করে।