পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪

মালেয়েশিয়া বাঙ্গালীদের ভিড়ের বন্যা


সেলিম মা’ শিয়াঃ মালেয়েশিয়ায় প্রতি শুক্র, শনি/রবিবার ছুটি দিন হলেও মালয়েশিয়া কুয়ালালুমপুর শহরে শনি, রবিবার ছুটিদিন হিসেবে বিভিন্ন শ্রেণীর বাঙ্গালী শ্রমিকেরা কারণে অকারণে ছুটে আসে কতরায়া বাংলা মার্কেট। বৈধ-অবৈধ বাঙ্গালীরা বেরিয়ে এসে ভিড়ের বন্যায় কতরায়া হয়ে উঠে ফকিরাপুলের মোড়। কতরায়া ঢুকলে বুঝা যাইনা মালেয়েশিয়ার অর্ন্তরভূক্ত কিনা বাংলাদেশ? হৈ হুল্লাশে এক আজব কাণ্ড। এক কথায় বলা যাই ফকিরাপুলের এক অবিকল শহর। এক দিকে শনি, রবি যেমন ছুটির দিন তেমনি আবার অবৈধ বাঙ্গালী শ্রমিকের জন্য ভয়ের দিন। বিশেষ করে প্রতি রবিবার এই কতরায়া বাংলা মার্কেটে বড় ধরনের অভিযান শুরু হয়। তাই বাঙ্গালীরা কৌশল অবলম্বন করে শনিবারে বেরিয়ে আসে ছুটে কাটাতে। এই সুযোগে প্রশাসন বাহিনী গত শনিরাব ১৩ই সেপ্টেম্বর ৬টি বাহিনীর সমন্বয়ে তকরায়া বাংলা মার্কেটে একটি বড় ধরণের অভিযান চালিয়ে প্রায় ৫শত বাঙ্গালী শ্রমিক ধরিয়ে পেলে। এর পরও বরিবার দেখা যায় সেই হৈ হুল্লাশে জোয়ারে থৈ থৈ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন