পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৯ অক্টোবর, ২০১১

মালয়েশিয়া কন্সসিয়াশ এ্যাসোসিয়েশন সাঈদীর মায়ের শোক প্রকাশ

গতকাল শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মা এর নামাযে জানাযার একাংশ। জানাযায় ইমামতি করেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী-মাশিয়া ডটকম।
মাশিয়া ডটকমঃ গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় আল্লামা মুফচ্ছিরে কোরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ঢাকার শহীদবাগস্থ বাসভবনে তাঁর মাতা বেগম গুলনাহার ইউসুফ সাঈদী ইন্তেকাল করেন। "মালয়েশিয়া কন্সসিয়াশ এ্যাসোসিয়েশন" মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে গভীর সমবেদনায় শোক প্রকাশ করেন। মরহুমার অছিয়তানু্যায়ী সাঈদী জানাযায় ইমামতি করতে পারায় আন্তরিকভাবে অভিনন্দন। উক্ত জানাযায় মানুষের ঢল দেখে খুশির কান্নায় বুক ভরে। শুক্রবার বাদে জুমা মরহুমার নাযাতের জন্য দোয়ার আসর বসানো হয়। উক্ত এ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ সেলিম, আহম্মদ, শহীদ, আব্দুল গনি, সাঈদ, মনির, হাফিজ, হানিফ, জুবাইর, মোনাফ, আশরাফ, মিজান, মাহবুব, কালাম, আমিন, ফারুক, দেলোয়ার প্রমুখ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন