পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১১

বিশ্বের দীর্ঘতম সেতু মালয়েশিয়া

পুরাতন সেতু
নতুন সেতু কাজ চলাকালীন অবস্থা

এমশিয়া ডটকমঃ  ‘পোয়ালা পিনাঙ’এ ১৩.৫কিমি. পুরাতন একটি দীর্ঘ সেতু থাকলেও তার পাশাপাশি নতুনভাবে আরেকটি সম্পন্ন হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব আবদুল্লাহ মুহাম্মদ বাদাওয়ী’র আমলে(২০০৮সালে) অনুমোদন হলেও বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ নাজীব এর অধীনে সেতুটি নভেম্বর ২০০৮ থেকে নভেম্বর ২০১৩ পর্যন্ত সময়সীমাই সেতুটির কাজ আরম্ভ হয়ে এই পর্যন্ত ৬৫% কাজ সম্পন্ন হয়।চলতি বছরের শেষের দিকে ৭০% কাজ বুঝিয়ে দিবে বলে কথা দেয়। বাকী ৩০% অসমাপ্ত কাজ সময়সীমার দু’মাস আগে সম্পন্ন হবে বলে প্রতিশ্রুতি দেয়।প্রকল্পটির বাজেট ছিল ৪৫০ কোটি টাকা (৪.৫ বিলিয়ন রিংগীট) এবং সেতুটির দৈর্ঘ্য ২৪ কিমি.।তার মাঝপথে পাঁচতলা বিশিষ্ট রেষ্ট হাউস, সপিংকমপ্লেক্স, পেট্রোলনাস চৌ-কারে নির্মিত। এটি একটি বিশ্বের অন্যতম সেতু হিসেবে স্থান দখল করবে।

‘পোয়ালা পিনাঙ’ একটি উপদ্বীপ হলেও অঞ্চলটির বিশেষ বৈশিষ্ট্য শিল্পকেন্দ্রের উল্লেখযোগ্য। পুরাতন সেতু এবং বন্দর দিয়ে দৈনন্দিন বিভিন্ন দেশের পণ্য-দ্রব্যাদী আসা-যাওয়া করে। যা গোটা মালয়েশিয়া উন্নয়নের শিংহভাগ এই শিল্প বানিজ্যে অবদান রাখে। অন্যদিকে মালয়েশিয়াও এশিয়া মহাদেশের অন্যতম পর্যটক দেশ হিসেবে পর্যটকদের মনোরম পরিবেশে ভ্রমণে উৎসুক করে তুলে।