পৃষ্ঠাসমূহ

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫

এক নজরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির"

নাম – বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ।
ভিশন – “সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরী” ।
লক্ষ্য ও উদ্দেশ্য - আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের
পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন ।
কর্মসুচী – ৫ টি
১) দাওয়াতঃ তরুণ ছাত্রসমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা ।
২) সংগঠনঃ যে সব ছাত্র ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে প্রস্তুত তাদেরকে সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা ।
৩) প্রশিক্ষণঃ এই সংগঠনের অধীনে সংঘবদ্ধ ছাত্রদেরকে ইসলামী জ্ঞান প্রদান এবং আদর্শ চরিত্রবানরূপে গড়ে তুলে জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতাসম্পন্ন কর্মী হিসেবে গড়ার কার্যকরী ব্যবস্থা করা ।
৪) ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যাঃ আদর্শ নাগরিক তৈরীর উদ্দেশ্যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষাব্যবস্থার পরিবর্তন সাধনের দাবিতে সংগ্রাম এবং ছাত্রসমাজের প্রকৃত সমস্যা সমাধানের সংগ্রামে নেতৃত্ব প্রদান ।
৫) ইসলামী সমাজ বিনির্মাণঃ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামী হতে মানবতার মুক্তির জন্য ইসলামী সমাজ বিনির্মাণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো ।
# প্রতিষ্ঠাকালীন তথ্যঃ
প্রতিষ্ঠাকাল – ৬ ফেব্রুয়ারী, ১৯৭৭ ।
প্রতিষ্ঠার স্থান – ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ।
প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য – ৬ জন ।
১) মীর কাশেম আলী
২) মুহাম্মদ কামারুজ্জামান
৩) অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু তাহের
৪) মুহাম্মদ এনামুল হক মঞ্জু
৫) ড. মুহাম্মদ আব্দুল বারী
৬) বাশারাত হোসেন বকুল
প্রতিষ্ঠাকালীন সভাপতি – মীর কাশেম আলী ।
প্রতিষ্ঠাকালীন সেক্রেটারী জেনারেল – ড.এম.এ বারী ।
“বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির” নাম প্রস্তাবক – মরহুম সিদ্দীক জামাল ।
শিবিরের মনোগ্রাম ডিজাইনার – মোহাম্মদ আলী ।
শিবির সঙ্গীত রচয়িতা – ডা. মোর্শেদ আলী । (সদস্য, রাজশাহী মেডিকেল কলেজ, ১৯৭৯)
# শিবিরের যা কিছু প্রথমঃ
প্রথম কেন্দ্রীয় সহসভাপতি – শেখ কামরুল আলম ।
প্রথম শহীদ – শহীদ সাব্বির আহম্মদ । (১১.০৩.১৯৮২, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সদস্যপ্রার্থী)
প্রথম পঙ্গুত্ববরণকারী – আব্দুল আজীজ । (মহসিন কলেজ, ১৯৭৮ সাল)
প্রথম সদস্য সম্মেলন – ১৯৭৭ সালের ১ অক্টোবর, হোটেল ইয়ামেন ।
প্রথম সাথী সম্মেলন – ১৯৯২ সাল ।
প্রথম কর্মী সম্মেলন – ১৯৮১ সাল ।
প্রথম কর্মপদ্ধতি প্রকাশ – ১৯৭৭ সাল ।
প্রথম সংবিধান প্রণয়ণ – ১৯৭৭ সালের মে মাস ।
প্রথম ছাত্রসংবাদ প্রকাশ – ১৯৭৭ সালের ২৯ অক্টোবর ।
প্রথম কিশোরকন্ঠ প্রকাশ – ১৯৮৪ সাল ।
প্রথম Juvenile Voice প্রকাশ – ২০০১ সাল ।
প্রথম Student Views প্রকাশ – ১৯৭৭ সাল ।
প্রথম ক্যালেন্ডার প্রকাশ – ১৯৮১ সাল ।
প্রথম ডায়েরী প্রকাশ – ১৯৯২ সাল ।
প্রথম ব্যাক্তিগত রিপোর্ট বইয়ের প্রচলন – ১৯৭৭ সাল ।
সদস্য প্রার্থীদের ব্যক্তিগত ডায়েরী লিখার প্রচলন শুরু হয় – ১৯৮৪ সাল । (প্রস্তাবক – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা)
কেন্দ্রীয় সভাপতি থাকাকালীন প্রথম গ্রেফতার হন – মতিউর রহমান আকন্দ ।
শিবিরের প্রথম ওয়েবসাইট উদ্বোধন হয় – ১৯৯৭ সাল ।
শিবির ছাত্রসংসদ নির্বাচনে প্রথম অংশগ্রহণ করে – ১৯৭৯ সাল ।
কলেজ ছাত্রসংসদে সর্বপ্রথম বিজয়ী হয় – ১৯৮০ সালের ২১ জানুয়ারী, খুলনার আজম খান কমার্স কলেজে ভিপি, জিএস, এজিএস পদসহ ।
কলেজ ছাত্রসংসদে পূর্ণ প্যানেলসহ বিজয়ী হয় – ১৯৮১ সালে, চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ, আজিজ-গাফফার পরিষদের প্যানেল ।
সর্বপ্রথম ও একমাত্র বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদে বিজয়ী হয় – ১৯৮১ সাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (CUCSU)।
# ইসলামী ছাত্রশিবির ঘোষিত দিবস সমূহঃ
প্রতিষ্ঠাবার্ষিকী – ৬ ফেব্রুয়ারী
শহীদ দিবস – ১১ মার্চ
বালাকোট দিবস – ৬ মে
কোরআন দিবস – ১১ মে
পলাশী দিবস – ২৩ জুন
ইসলামী শিক্ষা দিবস – ১৫ আগস্ট
পল্টন ট্র্যাজেডি দিবস - ২৮ অক্টোবর
বাবরী মসজিদ দিবস – ৬ ডিসেম্বর
বদর দিবস – ১৭ রামাদান
# ইসলামী ছাত্রশিবিরের অফিসিয়াল ওয়েবসাইট – www.shibir.org.bd
# এ পর্যন্ত যেসকল রাহবার শিবিরকে নেতৃত্ব দিয়েছেনঃ
১) নামঃ মীর কাসেম আলী
দায়িত্বকালঃ ১৯৭৭
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স, অর্থনীতি, ঢাবি
কর্মজীবনঃ শিল্পপতি
বর্তমান দায়িত্বঃ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী
২) নামঃ মুহম্মদ কামারুজ্জামান
দায়িত্বকালঃ ১৯৭৭-৭৮, ৭৮-৭৯
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স, গণযোগাযোগ বিভাগ, ঢাবি
কর্মজীবনঃ সাংবাদিকতা
সম্পাদক- সাপ্তাহিক সোনার বাংলা
বর্তমান দায়িত্বঃ সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী
৩) নামঃ অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু তাহের
দায়িত্বকালঃ ১৯৭৯-৮০, ১৯৮০-৮১
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাবি
কর্মজীবনঃ শিক্ষাকতা
বর্তমান দায়িত্বঃ সহকারি সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী
৪) নামঃ মুহাম্মদ এনামুল হক মনজু
দায়িত্বকালঃ ১৯৮১-৮২ (আংশিক)
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স, ইংরেজী বিভাগ, ঢাবি
কর্মজীবনঃ শিক্ষকতা
৫) নামঃ মুহাম্মদ সাইফুল আলম খান মিলন
দায়িত্বকালঃ ১৯৮২-৮৩
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স, সমাজকল্যাণ বিভাগ, ঢাবি
কর্মজীবনঃ এম.ডি. ইবনে সিনা হাসপাতাল
বর্তমান দায়িত্বঃ কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী
৬) নামঃ মুহাম্মদ তাসনীম আলম
দায়িত্বকালঃ ১৯৮৩-৮৪, ১৯৮৪-৮৫
শিক্ষাগত যোগ্যতাঃ এম এস এস, সমাজকল্যাণ বিভাগ, ঢাবি
কর্মজীবনঃ অধ্যাপনা
বর্তমান দায়িত্বঃ কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী
৭) নামঃ ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের
দায়িত্বকালঃ ১৯৮৫-৮৬, ১৯৮৬-৮৭
শিক্ষাগত যোগ্যতাঃ এমবিবিএস (ডিএমসি), ঢাবি
কর্মজীবনঃ এমডি. আল-মানার হসপিটাল প্রা.লি:
বর্তমান দায়িত্বঃ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী
৮) নামঃ মুহাম্মদ শামছুল ইসলাম
দায়িত্বকালঃ ১৯৮৭-৮৮, ১৯৮৮-৮৯
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স, সমাজতত্ব বিভাগ, ঢাবি
কর্মজীবনঃ ব্যবসা
বর্তমান দায়িত্বঃ আমীর, চট্টগ্রাম মহানগরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী
৯) নামঃ ডা: আমিনুল ইসলাম মুকুল
দায়িত্বকালঃ ১৯৮৯-৯০, ১৯৯০-৯১
শিক্ষাগত যোগ্যতাঃ এফ সি পি এস
কর্মজীবনঃ চিকিৎসক
১০) নামঃ আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ
দায়িত্বকালঃ ১৯৯১-৯২
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স, খাদ্য পরিপুষ্টি বিভাগ, ঢাবি
কর্মজীবনঃ পরিচালক, স্টুডেন্ট এফেয়ার্স ডিভিশন, আই.আই.ইউ.সি
বর্তমান দায়িত্বঃ সহকারী সেক্রেটারি, চট্রগ্রাম মহানগরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী
১১) নামঃ ব্যারিস্টার মুহাম্মদ হামিদ হোসাইন আজাদ
দায়িত্বকালঃ ১৯৯৩
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স, হিসাববিজ্ঞান, চবি, বার এট ল, লন্ডন
কর্মজীবনঃ আইনজীবি, প্রবাসি
১২) নামঃ মুহাম্মদ রফিকুল ইসলাম খান
দায়িত্বকালঃ ১৯৯৪-১৯৯৫
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স, ইসলামিক স্টাডিজ, রাবি
বর্তমান দায়িত্বঃ আমীর, ঢাকা মহানগরী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী
১৩) নামঃ মুহাম্মদ শাহ্জাহান
দায়িত্বকালঃ ১৯৯৬-১৯৯৭
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স, খাদ্য পরিপুষ্টি বিভাগ, ঢাবি
কর্মজীবনঃ প্রশাসনিক কর্মকর্তা
ফুয়াদ আল খতিব হাসপাতাল
বর্তমান দায়িত্বঃ আমীর,কক্সবাজার জেলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী
১৪) নামঃ মুহাম্মদ মতিউর রহমান আকন্দ
দায়িত্বকালঃ ১৯৯৮, ১৯৯৯
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স, এম এস সি অর্থনীতি, ঢাবি
কর্মজীবনঃ এমডি, ফুয়াদ আল খতিব হাসপাতাল
বর্তমান দায়িত্বঃ সহকারী প্রচার সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী
১৫) নামঃ এহসানুল মাহবুব জোবায়ের
দায়িত্বকালঃ ২০০০
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স, রাষ্ট্রবিজ্ঞান, ঢাবি
কর্মজীবনঃ বিশিষ্ট ব্যবসায়ী
বর্তমান দায়িত্বঃ আমীর, সিলেট মহানগরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী
১৬) নামঃ নুরুল ইসলাম বুলবুল
দায়িত্বকালঃ ২০০১-২০০২
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স, রাষ্ট্রবিজ্ঞান, রাবি
কর্মজীবনঃ বিশিষ্ট ব্যবসায়ী
বর্তমান দায়িত্বঃ সেক্রেটারি, ঢাকা মহানগরী, কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী
১৭) নামঃ মজিবুর রহমান মনজু
দায়িত্বকালঃ ২০০৩
শিক্ষাগত যোগ্যতাঃ এমফিল গবেষক, (মুসলিম উম্মাহ ও জাতীয়তাবাদ) চবি
কর্মজীবনঃ ডি.ই.ডি (ডিটিভি)
বর্তমান দায়িত্বঃ সহসভাপতি, বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র
১৮) নামঃ মুহাম্মদ সেলিম উদ্দিন
দায়িত্বকালঃ ২০০৪-২০০৫
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স, রাষ্ট্রবিজ্ঞান, ঢাবি
কর্মজীবনঃ বিশিষ্ট ব্যবসায়ী
বর্তমান দায়িত্বঃ ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী
১৯) নামঃ ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ
দায়িত্বকালঃ ২০০৬-২০০৭
শিক্ষাগত যোগ্যতাঃ পি.এইচ.ডি (বাংলা সাহিত্য)
কর্মজীবনঃ প্রকল্প পরিচালক, বাংলাদেশ পাবলিকেশন্স লিঃ
বর্তমান দায়িত্বঃ সহকারী সেক্রেটারী, ঢাকা মহানগরী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী
২০) নামঃ মুহাম্মদ জাহিদুর রহমান
দায়িত্বকালঃ ২০০৮
কর্মজীবনঃ ডিরেক্টর, নর্দান মেডিকেল কলেজ হাসপাতাল
২১) নামঃ ড. মুহাম্মদ রেজাউল করিম
দায়িত্বকালঃ ২০০৯-২০১০
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স, ইসলামিক স্টাডিজ, রাবি, পি.এইচ.ডি (ইসলামিক স্টাডিজ)
বর্তমান দায়িত্বঃ আমীর, রমনা থানা, ঢাকা মহানগরী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী
২২) নামঃ ডা. মুহাম্মদ ফকরুদ্দিন মানিক
দায়িত্বকালঃ ২০১১
শিক্ষাগত যোগ্যতাঃ বি এইচ এম এস (BHMS)
কর্মজীবনঃ চিকিৎসক
২৩) নামঃ দেলাওয়ার হোসেন
দায়িত্বকালঃ ২০১২-২০১৩
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স, রসায়ন, রাবি
২৪) নামঃ মুহাম্মদ আবদুল জাব্বার
দায়িত্বকালঃ ২০১৪ - চলমান
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স ।
# শিবিরের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতিঃ
১) শেখ কামরুল আলম
২) হামিদুর রহমান আজাদ
# শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেলবৃন্দ (যারা সভাপতির দায়িত্ব পালন করেননি) -
১) ড. মুহাম্মদ আব্দুল বারী
২) আবুল হাসানাত মুহাম্মদ আব্দুল হালিম
৩) মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া
৪) আ.স.ম মামুন শাহীন
৫) মুহাম্মদ নজরুল ইসলাম
৬) শিশির মুহাম্মদ মুনীর
৭) ডা. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী
# ইসলামী ছাত্রশিবিরের মোট শহীদঃ (০৬.০২.১৯৭৭ – ০৫.০২.১৯৭৭)
মোট সংখ্যা - ২১৭ জন
সদস্য - ৩১ জন
সদস্য প্রার্থী - ৯ জন
সাথী - ৭৫ জন
সাথী প্রার্থী - ৭ জন
কর্মী - ৮৮ জন
সমর্থক - ৭ জন
# যাদের হাতে শাহাদাত বরণ করেছেন ২১৭ জন ভাইঃ
আওয়ামীলীগ/ ছাত্রলীগ – ৬৬ জন
ছাত্রদল – ৩০ জন
ছাত্র সমাজ – ৫ জন
বাম সংগঠন (ছাত্রমৈত্রী/ ছাত্র ইউনিয়ন/ কমিউনিস্ট পার্টি) – ৯ জন
জাসদ ছাত্রলীগ – ২ জন
ছাত্র ঐক্য (ছাত্রদল + ছাত্রলীগ + বাম সংগঠন) – ৬ জন
১৪ দল – ৩ জন
ঘাদানিক – ২ জন
প্রশাসন (পুলিশ/ র‍্যাব/ বিজিবি/ যৌথবাহিনী) – ৫৩ জন
প্রশাসন+আওয়ামীলীগ/ছাত্রলীগ – ২৩ জন
অন্যান্য – ১৮ জন
( বিঃদ্রঃ এই নোটে কোনো তথ্য সংযোজন বা বিয়োজন বা সংশোধন (যদি নিশ্চিত হোন) করার প্রয়োজন হলে তা কমেন্টে উল্লেখ করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি । আর এটি শেয়ার করে অন্যান্য ভাইদেরকে শিবির সম্পর্কে জানার সুযোগ করে দিতে আপনাদের কাছ থেকে সহযোগীতা কামনা করছি । )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন