পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২৯ আগস্ট, ২০১৪

ফারুকী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের গুলি

টিভি চ্যানেলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক ও আলোচক মাওফারুকীলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা।
তাকে খুনের খবর ছড়িয়ে পড়লে বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রাম পাঁচলাইশের মুরাদপুরে সমর্থক আলেমরা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল শুরু করেন। এসময় তারা গাড়ি ভাঙচুরও করেন।
এর পরপরই আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মী সমর্থকরা নগরীর মুরাদপুর, বিবিরহাট, অক্সিজেন মোড়, শোলকবহর, দুই নম্বর গেট এলাকায় বিক্ষোভ করে ও দোকানপাট ভাঙচুর করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) হারুন অর রশীদ হাজারী জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে রাত ১২টা পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে, আহলে সুন্নাত ও ইসলামী ছাত্রসেনার দুই/তিনশ নেতাকর্মী সমর্থক সংসদ ভবনের সামনে অবস্থান করছেন। তাদের আরেকটি গ্রুপ সেখান থেকে মোহাম্মদপুরের দিকে মিছিল নিয়ে গেছে।
এদিকে চট্টগ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন শীর্ষস্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে  জানিয়েছেন, আগামীকাল বৈঠক করে তারা এই হত্যাকাণ্ডের প্রতিবাদের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবেন।
রাজধানীর পূর্ব রাজাবাজরে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সোয়া ৯টার দিকে তার ১৭৪ নং পূর্ব রাজাবাজারের নিজ বাসার সামনেই এ ঘটনা ঘটে।
মাওলানা ফারুকী চ্যানেল আইয়ের ‘কাফেলা’ অনুষ্ঠানের উপস্থাপক,  মাইটিভিতে ‘সত্যের সন্ধানে’সহ আরো কয়েকটি বেসরকারি চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠানের আলোচক বা উপস্থাপক ছিলেন। এছাড়া তিনি হাইকোর্ট মাজার মসজিদের খতিব হিসেবেও কাজ করতেন।

ইবোলা পরিস্থিতি ভয়াবহ, সতর্ক করলো যুক্তরাষ্ট্র

ebola_497325451মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করে বলেছে, মরণঘাতী ইবোলা ভাইরাসের ‘মহামারী’ পশ্চিম আফ্রিকায় ভয়াবহ আকার ধারণ করেছে। অনেকক্ষেত্রে এ রোগে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন তাদের প্রকৃত সংখ্যা উঠে আসছে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর দ্যা ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান এর পরিচালক টম ফ্রিডেন বুধবার এক সংবাদ সম্মেলনে এই সতর্কতার কথা বলেন।
তিনি বলেন, ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বাড়ছে। আগের চেয়ে এর অবস্থা আরো খারাপ হয়েছে।
‘বিশ্ব এর আগে ইবোলার এমন ভয়াবহতা আগে কখনো দেখেনি। এটা শুধু মৃত্যুর সংখ্যার হিসাবে নয়। বরং আমরা জেনেছি সেখানে নিহতের সংখ্যা যা এসেছে প্রকৃতপক্ষে তার চেয়ে অনেক বেশি মানুষ আক্রান্ত হয়েছে’, যোগ করেন টম ফ্রিডেন।
পশ্চিম আফ্রিকার দেশগুলোর মধ্যে ইবোলা সবচেয়ে বেশি মহামারী ছড়িয়েছে লাইবেরিয়াতে। সেখানে এখন পর্যন্ত ৬২৪ জনের মৃত্যু হয়েছে। আর এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজার ৮২ জন আক্রান্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর মতে, ‘অনাকাঙ্খিত’ এ মহামারীতে এ বছর এখন পর্যন্ত এক হাজার ৪২৭ জন মারা গেছেন। এছাড়া ইবোলায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬১৫ জন।
তবে হু মনে করে, এই সংখ্যাটি প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম। কারণ, অনেকক্ষেত্রেই সামজিকভাবে ইবোলায় আক্রান্তের তথ্য প্রকাশ করা হয় না।
এই অবস্থার মধ্যে ইবোলার মহামারী নিয়ে আলোচনার জন্য গিনির রাজধানীতে পশ্চিম আফ্রিকার দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীরা একত্রিত হচ্ছেন।