নিবন্ধের জন্য লাইনে দাঁড়ানো। |
এমশিয়া ডটকমঃ গত ১৩ জুলাই ২০১১ থেকে ১৩ আগষ্ট
পর্যন্ত ১মাসের সময়সীমায় নিবন্ধন রেজিষ্ট্রেশন শুরু হয়।এতে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ
না হওয়ায় ২০আগষ্ট পর্যন্ত সময় বর্ধিত করেন।বিভিন্ন কর্মব্যস্থ এবং দূরবর্তী
নিবন্ধক পূঙ্খানোপূঙ্খভাবে নিবন্ধিত হতে না পারায় পররাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে
৬সেপ্টেম্বর পর্যন্ত পূণরায় বর্ধিত হলেও ঈদের বিভিন্ন সরকারী বন্ধের ফলে ২৮আগষ্ট
নিবন্ধন রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন।এতে ২ লাখ ৬৮ হাজার অবৈধ ও ১ লাখ ৩৩ হাজার বৈধ বাংলাদেশী নিবন্ধিত হয়।প্রায় ৩ লাখ বাংলাদেশী শ্রমিক নিবন্ধনের সুযোগ পায়। শুধু তাই নয়, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া,
পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভিয়েতনাম, ফিলিপাইন, শৃলংকা, মায়েনমার ইত্যাদির বৈধ-অবৈধ
প্রায় ২০লাখ নিবন্ধিত হয়।
অবৈধদের দেশে ফেরার সুযোগ দেয়ার পাশাপাশি অভিবাসী শ্রমিকদের শৃঙ্খলা ফেরানোর জন্যই বৈধদেরও নিবন্ধনের আওতায় আনা হয়েছে।এখানে অবৈধভাবে অবস্থান করা বেশিরভাগ বাংলাদেশীই নিবন্ধনের সুযোগ গ্রহণ করেছেন।কোন
ডুকোমেন্ট ছাড়াই নিবন্ধিত হয়ে ছ’মাসের ফর্দ পেয়ে পারমিটের অপেক্ষামান আছে।এদিকে
ছ’মাসের সময়কে দশ মাসে বাড়িয়ে যাদের কোন ধরণের ডুকোমেন্ট নেই তাদের নতুন
পাসপোর্টের জন্য স্বস্ব ঠিকানায় পূর্ণ তদন্ত পাঠিয়ে সুষ্ঠভাবে পারমিট দেওয়ার কার্যক্রম
বাস্তবায়ন করেছেন। আর তদন্তে যাদের ভূল তথ্যে পাওয়া যাবে তাদের স্বসম্মানে দেশে
ফিরে যাওয়ার সুযোগ প্রদান করা হবে বলে উল্লেখ করেন। নয়তো পরবর্তীতে আইনের মাধ্যমে
কঠোর শাস্তির ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে ব্যক্ত করেন।আরো উল্লেখ করেন সুষ্ঠভাবে
পাসপোর্ট পাওয়ার পর পাসপোর্ট এবং যাবতীয় ডকুমেন্টপত্র সতর্কতার সহিত নিজ হেফাজতের
গুরুত্ব আরোপ করেন। অন্যথায় পাসপোর্ট বা ডকুমেন্টপত্র হারিয়ে অথবা নষ্ট হয়ে গেলে নতুন
সংযোনের জন্য একবছর অপেক্ষা করতে হবে। হারানো বা নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ
পুলিশ ষ্টেশনে রিপোর্ট আবশ্যক।একই ভূল বার বার অগ্রহণযোগ্য বরং জরিমানার আওতাভূক্ত
হবে। নতুন পাসপোর্টের জন্য পূনরায় দরখাস্থ করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন