পৃষ্ঠাসমূহ

বুধবার, ৯ নভেম্বর, ২০১১

ঈদের টানা একসপ্তাহ’র ছুটিতে লোকালয়ে ভিড়ের ঢল নেমেছে

সেলিমঃ গত ৬ই নভেম্বর ঈদুল আযহা’কে সামনে রেখে পুরো মালয়েশিয়ায় টানা এক সপ্তাহের ছুটিতে আজ তিন দিন শেষে চার দিনের মাথায় মানুষ কর্মস্থানে ফেরা শুরু করেছে। এই ঈদুল আযহা বিশ্ব মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। তদ্রুপ মালয়েশিয়াও সংখ্যাগরিষ্ট মুসলিম দেশে  এই দিনটি অন্যতম। প্রতিবারের ন্যায় এবারের ঈদুল আযহা’র দিনটি তেমন আনুষ্ঠানিকতা দেখা যায়নি। তাই মানুষের আনন্দ, খুশি, ঈদ ছুটি কাটাও ছিল ভিন্ন। আনন্দ উল্লাসের তেমন ঝড় বয়নি। গত কয়েক দিন আগে কালি মা’র দেবী পূঁজা যেভাবে উদযাপন হয়েছে তা সর্বধর্মালম্বীর আনন্দের ছোঁয়া লেগে দেয়। এরপর নতুন বছরের শুরুতে চীনা ধর্মানুষ্ঠানেও উৎসব যেভাবে উদযাপিত হবে মুসলিমদের লজ্জায় মুখ ডুবাবে। সরকারিভাবে অফিস আদালত, কোট-কাছারী, স্কুল-মাদ্রাসা ছুটি হলেও বেসরকারি বিভিন্ন সংস্থার ছুটি হয়নি। যা মুসলমানদের জন্য অবমাননার পরিপন্থী। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ নাজিব পবিত্র হজ্ব পালনে তাঁর পরিচালনাধীন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বিভিন্ন সমস্যাজনিত কারণে পবিত্র ঈদুল আযহা প্রতিবারের ন্যায় এবার ব্যতিক্রম দেখা দেয়। এতেও মানুষ যেভাবে খুশির নেশায় মগ্ন হয়ে ঘুরছে সর্বান্তরে। রাস্তা-ঘাট, খোলা মাঠ, হাওড়, নদী পাড়, বালি কণা সমুদ্রাচর, নির্জনালয়, শিশুপার্ক, মনমহল হয়ে উঠেছে বাঁধ ভাঙ্গা জন মিছিল। দু’চোখের অদৃশ্য হয়না কোন অন্তর। মানুষের গুনগুনে হয়ে উঠে পাখির গুঞ্জন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন