পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪

জামায়াত-শিবিরের বিক্ষোভে উত্তাল দেশ : অবিলম্বে সাঈদীর মুক্তি না হলে সরকারকে টেনেহিচড়ে নামাবে জনতা


জামায়াত-শিবিরের বিক্ষোভ সমাবেশে উত্তাল দেশ। সুপ্রিমকোর্টের চূড়ান্ত রায়ে জামায়াতের নায়েবে আমির ও বিশ্বনন্দিত মোফাসসিরে কোরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীরকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেয়ার প্রতিবাদ ও আজকের হরতালের সমর্থনে বুধবার এ বিক্ষোভ মিছিল করেন জামায়াত-শিবির নেতাকর্মীরা। 
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা সরকার আল্লামা সাঈদীর কণ্ঠকে রুদ্ধ করে কোরআনের আওয়াজ বন্ধ করার চক্রান্ত করছে অভিযোগ করে অবিলম্বে তাকে মুক্তি না দিলে জনতা এ সরকারকে টেনেহিচড়ে ক্ষমতা থেকে নামাবে। 
বিভিন্ন স্থানে এসব বিক্ষোভ সমাবেশে নেতার রায় প্রত্যাখ্যান কর তা প্রহসন অভিযোগ করে অবিলম্বে নিরপরাধ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি না দিলে দেশ অচল করে দেয়ারও হুমকি দেন। 
দেশব্যাপী জামায়াত-শিবিরে বিক্ষোভ সমাবেশের খবরের বিস্তারিত ডেস্ক রিপোর্টে : 
চট্টগ্রাম : জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেয়া প্রহসনের রায় বাতিল করে তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর জামায়াত ও ইসলামী ছাত্রশিবির। 
সমাবেশে বক্তারা বলেন সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য দেশপ্রেমিক জনদরদী নেতাদের জেলে আটকে রাখার পায়তারা করছে। এজন্য তারা আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিরোধী নেতাদের বছরের পর বছর মিথ্যা সাজানো মামলা দিয়ে প্রহসনের রায়ের মাধ্যমে দেশবাসীর মনে গভীর ক্ষত সৃষ্টি করছে। 
বক্তারা বলেন, জামায়াত নেতাদের একমাত্র অপরাধ তারা জনগণকে আল্লাহর কথা বলেন। দেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতিকে সদা সজাগ রাখে। নেতৃবৃন্দ মাওলানা সাঈদীসহ সব রাজবন্দিকে দ্রুত মুক্তি দেয়ার জোর দাবি জানান। নেতৃবৃন্দ সাঈদীর বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে জামায়াত ঘোষিত বৃহস্পতিবারের হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।
এদিকে মাওলানা সাঈদীর আমৃত্যু দণ্ডাদেশের চূড়ান্ত রায়কে প্রত্যাখ্যান করে নগরীর মুরাদপুর এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির। বুধবার দুপুরে এ ঝটিকা মিছিল বের হয়। মিছিল থেকে গাড়ি ভাংচুরের চেষ্টাও করে তারা।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, ঝটিকা মিছিল থেকে শিবির কর্মীরা কয়েকটি গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছুড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়।
খুলনা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, সরকার অন্যায়ভাবে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে অন্যায়ভাবে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দেশ থেকে ইসলামী নেতৃত্বশূন্য করার উদ্দেশে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সরকার নির্দেশিত ছকে এ রায় দিয়ে দেশকে এক ভয়াবহ সংকটে নিক্ষেপ করেছে। 
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অন্যায় রায় প্রদান ও তার মুক্তির দাবিতে বুধবার তাত্ক্ষণিক কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরী জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ সব কথা বলেন। 
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন খুলনা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, জামায়াত নেতা মিয়া আকরামুজ্জামান রাজা, মো. অলিউল্লাহ, এস এম আক্তারুজ্জামান, আবু বকর সিদ্দিক, মুরাদ সোহাগ প্রমুখ।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আল্লামা সাঈদীর কণ্ঠকে রুব্ধ করে দিয়ে কোরআনের আওয়াজ বন্ধ করার চক্রান্ত্রের বিরুদ্ধে দেশের জনগণ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে জনগণ দেখিয়ে দিয়েছে জনতা এ সরকারকে টেনেহিচড়ে ক্ষমতা থেকে নামাবে। 
তিনি অবিলম্বে সরকারকে সঠিক পথে আসার আহবান জানিয়ে বলেন, এ আন্দোলন জনতার আন্দোলন, এ আন্দোলন আল্লামা সাঈদীসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির আন্দোলন। জনতার রোষ ঠেকাতে পারবেন না। অবিলম্বে নিরপরাধ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দিন। তা না হলে দেশ অচল করে দেয়া হবে।
সিলেট : দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদ ও তার মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর সিলট সদর উপজেলা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
বাদ যোহর শহরতলীর টুকের বাজার এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সদর জামায়াত আমির সুলতান খাঁর সভাপতিত্বে সেক্রেটারি আবদুল লতিফ লালার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মিভির সভাপতি সাইফুল ইসলাম সুজন, সদর জামায়াতের সহকারী সেক্রেটারি নজির আহমদ। 
সভাপতির বক্তব্যে সদর জামায়াতের আমির বলেন, প্রহসনের রায়ের বিরুদ্ধে জনগণ মাঠে নেমে এসেছে। সরকারের এ দাবানল নেভানোর জন্য অনতিবিলম্বে মাওলানা সাইদীকে মুক্তি দেয়া উচিত।
উপস্থিত ছাত্র জনতার উদ্দেশ্যে শাবি শিবির সভাপতি সাইফুল ইসলাম সুজন বলেন, আপিল বিভাগ সরকারের মদদপুষ্ট হয়ে মাওলানা সাঈদীকে আমৃত্যু কারাপ্রদান করেছে আমরা এ প্রহসনের রায় প্রত্যাখ্যান করছি। এই রায় দেলোয়ার শিকদারের জন্য প্রযোজ্য হতে পারে মাওলানা সাঈদীর জন্য এ রায় প্রযোজ্য না। মাওলানা সাঈদীকে নির্দোষ। মাওলানা সাঈদী বেকসুর খালাস পেয়ে আবারো জনতার মাঝে ফিরে আসবেন। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী একজন আলেমে দ্বীন, বিশ্ববরেণ্য মোফাসসিরে কোরআন। বাংলাদেশসহ বিশ্বের অগণিত মানুষের হৃদয়ে তার স্থান। বিগত প্রায় অর্ধশতাব্দী কাল যাবত্ তিনি দেশে-বিদেশে মহাগ্রন্থ আল কোরআনের তাফসির পেশ করে আসছেন। ১৯৭৮ সাল পর্যন্ত তাঁর কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল না। তিনি কোরআনের ময়দানে বিচরণ করেছেন সদা-সর্বদা। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেলোয়ার সিকদারের অপকর্মের দায় আল্লাামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওপর চাপিয়ে দেয়া হয়েছে।
বরিশাল : জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায়কে প্রহসন উলেস্নখ করে এর প্রতিবাদে ও হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে বরিশাল মহানগর জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের সিঅ্যান্ডবি রোডের তন্ময় কমিউনিটি সেন্টারের সামনে থেকে পৃথক দুটি ব্যানারে মিছিল বের করা হয়।
বরিশাল মহানগর শিবিরের সভাপতি আহম্মেদ শিহাবের নেতৃত্বে মিছিল থেকে নেতাকর্মীরা রায়ের প্রতিবাদ জানান। মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়ক হয়ে কলেজ অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।
গাজীপুর : জামায়াতের নায়েবে আমির অল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার রায়ের প্রতিবাদে এবং কেন্দ্রীয় কর্মসূচী ২ দিন ব্যাপী হরতালের সমর্থনে গাজীপুরে বুধবার বিকেলে জামায়াতে ইসলামের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে শহরের ঊনিশ চত্বর মুক্তমঞ্চ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি জয়দেবপুর বাজার এলাকা প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা এস এম ছানাউল্লাহ, গাজীপুর মহানগর জামায়াতের আমির আবদুল বাছেদ ও সেক্রেটারীি সাইদুর রহমান।
এছাড়া একই সময়ে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গাজীপুর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুর সদর উপজেলা জামায়াতের আমির মো. আজহারুল ইসলামের নেতৃত্বে মিছিলটি চান্দনা চৌরাস্তা এলাকা হয়ে ঢাকা রুটের বাইপাস এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মো. খায়রুল হাসান, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক মো. হোসেন আলী, টংগী থানা জামায়াতের সেক্রেটারি আফজাল হোসেন, মহানগর শিবিরের সভাপতি ফুয়াদ হাসান পল্লবসহ সহস্রাধিক নেতাকর্মী। 
যশোর : জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু জেল দেয়ার প্রতিবাদে এবং দুই দিনের হরতালের সমর্থনে যশোরের বিভিন্ন এলাকায় মিছিল সমাবেশ হয়েছে। রায় ঘোষণার পর দলের নেতাকর্মীরা রাজপথে নেমে এসে এসব মিছিল সমাবেশে অংশ নেন।
বিকেলে যশোর শহরে জামায়াতের উদ্যোগে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের শহর সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, শিবিরের শহর সেক্রেটারি আজহারুল ইসলাম প্রমুখ।
এছাড়া জেলার আটটি উপজেলা সদর ও গুরুত্বপূর্ণ হাটবাজারে মিছিল করে জামায়াত-শিবির।

২৬বছর বয়সী নেপালের এক যুবক বাইসাইকেল যুগে ১৯৫ টি দেশ ভ্রমণ


সেলিম মালয়েশিয়াঃ নেপালের দীপাক কার্তী নামে ২৬ বছরের এক যুবক বাইসাইকেল যুগে এশিয়া, আফ্রিকা, ইউরোপ মহাদেশ ভ্রমণ করার একটি চূড়ান্ত প্ল্যান সৃষ্টি করে। দীপাকের বয়স যখন ২৩বছর তখন (২০১১ইং থেকে) ভ্রমণ শুরু করে এশিয়া মহাদেশে নেপাল, ভূটান, ভারত, পাকিস্তান, শৃলঙ্কা, মালদ্বীপ ও বাংলাদেশ এবং অন্যান্য এ পর্যন্ত ১৬টি দেশ ভ্রমণ করেছে। দীপাক বর্তমানে মালয়েশিয়া ভ্রমণাদীন আছে। মালয়েশিয়া ২০দিন ভ্রমণ শেষে সিঙ্গাপুর, ইন্দুনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, হংকং ও জাপান শেষ করে আবার নেপাল ফিরবে। এরপর আফ্রিকা মহাদেশ দিয়া শুরু করবে দীপাকের বাইসাইকেল ভ্রমণযাত্রা। এভাবে ১৯৫টি দেশ ভ্রমণ শেষ করবে তার বয়স যখন ৩৮ বছর উর্ত্তীণ হবে। 

মনির খাঁন ও হেমা মালয়েশিয়া আসতেছে


সেলিম মালয়েশিয়াঃ বাংলাদেশ ও মালয়েশিয়া যৌথ উদ্যোগে রেমিটেন্স এন্ড ইনভেস্টমেন্ট ফেয়ার’২০১৪ উপলক্ষে আগমী ২১-২২ সেপ্টেম্বর রবি ও সোমবার ২দিন ব্যাপী মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের জন্য বিনামূল্যে কুয়ালালুমপুর দাতারান মারদেকা স্টেডিয়ামে একটি বিশাল কনসার্ট আয়োজন করা হয়েছে। উক্ত কনসার্টে প্রবাসী বাংলাদেশীদের জন্য জনপ্রিয় গান নিয়ে আসবেন কন্ঠ শিল্পী মনির খাঁন ও

হেমা। অনেক বছরের প্রতিক্ষায় এ অনুষ্ঠানকে ঘিরে প্রবাসী বাঙ্গালীরা আনন্দে উল্লাস। কুয়ালালুমপুর থেকে দূরে বসবাসরত শ্রমিক বাঙ্গালীরা স্ব স্ব কোম্পানীকে এক সপ্তাহ ছুটির আবেদন করে উক্ত অনুষ্ঠানে যথা সময়ে উপস্থিত হওয়ার উদ্যোগ নেয়। রবিবার বিকাল ৩ঘটিকা থেকে অনুষ্ঠান আরম্ভ হবে।

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪

মালেয়েশিয়া বাঙ্গালীদের ভিড়ের বন্যা


সেলিম মা’ শিয়াঃ মালেয়েশিয়ায় প্রতি শুক্র, শনি/রবিবার ছুটি দিন হলেও মালয়েশিয়া কুয়ালালুমপুর শহরে শনি, রবিবার ছুটিদিন হিসেবে বিভিন্ন শ্রেণীর বাঙ্গালী শ্রমিকেরা কারণে অকারণে ছুটে আসে কতরায়া বাংলা মার্কেট। বৈধ-অবৈধ বাঙ্গালীরা বেরিয়ে এসে ভিড়ের বন্যায় কতরায়া হয়ে উঠে ফকিরাপুলের মোড়। কতরায়া ঢুকলে বুঝা যাইনা মালেয়েশিয়ার অর্ন্তরভূক্ত কিনা বাংলাদেশ? হৈ হুল্লাশে এক আজব কাণ্ড। এক কথায় বলা যাই ফকিরাপুলের এক অবিকল শহর। এক দিকে শনি, রবি যেমন ছুটির দিন তেমনি আবার অবৈধ বাঙ্গালী শ্রমিকের জন্য ভয়ের দিন। বিশেষ করে প্রতি রবিবার এই কতরায়া বাংলা মার্কেটে বড় ধরনের অভিযান শুরু হয়। তাই বাঙ্গালীরা কৌশল অবলম্বন করে শনিবারে বেরিয়ে আসে ছুটে কাটাতে। এই সুযোগে প্রশাসন বাহিনী গত শনিরাব ১৩ই সেপ্টেম্বর ৬টি বাহিনীর সমন্বয়ে তকরায়া বাংলা মার্কেটে একটি বড় ধরণের অভিযান চালিয়ে প্রায় ৫শত বাঙ্গালী শ্রমিক ধরিয়ে পেলে। এর পরও বরিবার দেখা যায় সেই হৈ হুল্লাশে জোয়ারে থৈ থৈ।