
সেলিম মালয়েশিয়াঃ নেপালের দীপাক কার্তী নামে ২৬ বছরের এক যুবক বাইসাইকেল যুগে এশিয়া, আফ্রিকা, ইউরোপ মহাদেশ ভ্রমণ করার একটি চূড়ান্ত প্ল্যান সৃষ্টি করে। দীপাকের বয়স যখন ২৩বছর তখন (২০১১ইং থেকে) ভ্রমণ শুরু করে এশিয়া মহাদেশে নেপাল, ভূটান, ভারত, পাকিস্তান, শৃলঙ্কা, মালদ্বীপ ও বাংলাদেশ এবং অন্যান্য এ পর্যন্ত ১৬টি দেশ ভ্রমণ করেছে। দীপাক বর্তমানে মালয়েশিয়া ভ্রমণাদীন আছে। মালয়েশিয়া ২০দিন ভ্রমণ শেষে সিঙ্গাপুর, ইন্দুনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, হংকং ও জাপান শেষ করে আবার নেপাল ফিরবে। এরপর আফ্রিকা মহাদেশ দিয়া শুরু করবে দীপাকের বাইসাইকেল ভ্রমণযাত্রা। এভাবে ১৯৫টি দেশ ভ্রমণ শেষ করবে তার বয়স যখন ৩৮ বছর উর্ত্তীণ হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন