পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

আজ ২৭শে সেপ্টম্বর গুগল এর ১৭তম জন্মবার্ষিকি।

গুগল ১৭তম জন্মদিন উদযাপন একটি স্মারকের সঙ্গে ডুডল হার্কিং এ ফিরে ১৯৯০ এর ওয়েব এ।

ইমেজ, একটি বিপরীতমুখী, প্লাস্টিক পিসি, লাভা ল্যাম্প  এবং এমনকি ১৯৯৮  "গুগল!" লোগো ! সেপ্টেম্বর ২৭ গুগলের হোমপেজে, অতিরিক্ত বৈশিষ্ট্যগুলি ও এর ইন্টারনেট জায়ান্ট ক্রিয়াকলাপ  সমন্বিত অনুসারে ১৯৯৮ তার জন্মদিন হিসেবে বেছে নিয়েছেন।

তবে,  ২০০৬ সাল পযর্ন্ত সেপ্টেম্বর ২৭ তারিখ তার কোন জন্মদিন পালন করেনি, কিন্তু এই বছর এটি ছিল  সেপ্টেম্বর ২৬ তারিখ হিসাবে।

আজ রাত ৯টা ৩৭ মিনিট পর্যন্ত সুপার মুনের দেখা মিলবে।

২৭ সেপ্টেম্বর আশ্বিনী পূর্ণিমা।একইসাথে আজ সুপারমুন। গোধূলির সময়টা কেটে গেলেই আকাশে দেখা মিলবে ব্লাডমুন কিংবা রক্তিম চাঁদের।  পৃথিবীতে ৩০ বছর পর বিরল এই ঘটনা ঘটতে চলেছে। মর্ত্যের মানুষের কাছে কল্পলোকের চাঁদ আরো স্পষ্ট হয়ে ধরা দেওয়ার সুযোগ করে দিয়েছে চাঁদ নিজেই! আজ দেখা মিলবে সুপার মুন বা অতিকায় চাঁদের। এর রং হবে রক্তলাল। চাঁদ যখন তার স্বাভাবিক অক্ষ থেকে কিছুটা সরে এসে পৃথিবীর কাছাকাছি অবস্থান করে তখন আকাশে ‍সুপারমুন দেখা যায়। এ সময় চাঁদ স্বাভাবিকের চেয়ে বেশি উজ্জ্বল ও বড় দেখায়। তবে চাঁদের এ আকার খুব স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়। আজ ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের সময় সন্ধ্যা ৭টা ৪১ থেকে রাত ৯টা ৩৭ মিনিট পর্যন্ত স্থায়ী হবে।  উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর, গ্রিনল্যান্ড, ইউরোপ, আফ্রিকা, ও মধ্যপ্রাচ্য থেকে এই উত্তেজনাকর মুহূর্ত অবলোকন করা যাবে। পৃথিবীর সব জায়গা থেকে এই ঘটনা দেখা যাবে না। বাংলাদেশসহ এশিয়ার দর্শকরা চাঁদের এ দুর্লভ দৃশ্য দেখতে বঞ্চিত হবেন। এসময় পূর্ণ চন্দ্র গ্রহণ ঢেকে দেবে চাঁদের আকাশকে। প্রাকৃতিক বিস্ময়কর ও বিরল ৭২ মিনিটের এই ঘটনা উপভোগ করতে যারা ব্যর্থ হবেন, তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।এই  অনন্য ঘটনা ২০৩৩ সালে ফের ঘটবে। এর আগে এরকম দৈত্যাকায় রক্তিম পূর্ণ-চন্দ্রগ্রহণের ঘটনা ঘটেছিল ১৯৮২ সালে। গত একশো বছরে এই সুযোগ পাওয়া গিয়েছিলো মাত্র পাঁচ বার। যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান নাসার ওয়বসাইটে এ সংক্রান্ত বিস্তারিত খবর প্রকাশ করেছে। এই বিরল ঘটনাকে স্মরণীয় করে রাখতে নাসার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে । ঘটনাটি নাসা টিভি লাইভ-ফিড সম্প্রচার করবে। প্রতি মাসেই চাঁদ তাঁর উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর কাছাকাছি চলে আসে। কিন্ত, পূর্ণ-চাঁদ হয়ে পৃথিবীর কাছে আসা নি:সন্দেহে বিরল  ঘটনা। এই দিনে চাঁদ তাঁর প্রকৃত পরিধি অপেক্ষা ১৪ শতাংশ বড় হয়ে আমাদের কাছে দেখা দেবে।