পৃষ্ঠাসমূহ

রবিবার, ২০ নভেম্বর, ২০১১

১-০ গোলে মালয়েশিয়ার হাতে মায়ানমারের পরাজয়


ফাকরীর গোলে উত্তেজিত মালয়েশিয়ার খেলোয়াড়।

ইন্দোনেশিয়াঃ গত ১৯শে নভেম্ব্রর মালয়েশিয়ার সময় রাত ৯টা ইন্দোনেশিয়ার ‘২৬তম সী গেমইস’ এর উদ্যেগে ইন্দোনেশিয়া জাকারতার ‘গ্যালোরা বোং কার্নো স্ট্যাডিয়াম’এ মালয়েশিয়া বনাম মায়ানমার ফুটবল খেলা অনুষ্টিত হয়।দু’দলই সুন্দর খেলা উপহার দেয়।খেলার মান যথাক্রমে ৬৫%, ৭৮%, বিরতির পর ৭৫মিনিটের মাথায় দূর্ভাগ্যক্রমে মালয়েশিয়ার খেলোয়াড় ফাকরীর পায়ের জোরে মানয়ানমারের গোলে আগাত হানে।দু’দলই সেমি ফাইনালে অংশ গ্রহন করে, মালয়েশিয়া ফাইনালের খাতায় নাম লিখে

শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

ওবামা মালয়েশিয়ার প্রতি রসাস্বাদন দেখায়

প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ নাজীব রাজ্জাক আসিয়ান ও পূর্ব এশিয়া বৈঠকের এর 
সীমারেখা - বহির্ভুত অংশের উপর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিপাক্ষিক বৈঠক আজ।

বালি ইন্দোনেশিয়াঃ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল একটি প্রগতিশীল আন্তর্জাতিক বিষয়াবলী ইসলামিক জাতি হিসেবে মালয়েশিয়ার ভূমিকা দিকে ওয়াশিংটনে গুণগ্রাহিতা হাইলাইট হয়েছে।তিনি আশা করেন উভয় দেশগুলি বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদ্যমান সহযোগিতা উন্নত করতে পারে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ নাজীব রাজ্জাকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে, ওবামা উল্লেখিত মালয়েশিয়ার পুনর্গঠন প্রচেষ্টায় আফগানিস্তানে যুদ্ধে ছিন্ন যেখানে কুয়ালালমপুর বর্তমানে চিকিৎসা প্রদান সাহায্যে অংশগ্রহণ করা হয়। নাজীব বলেন সম্ভবত মালয়েশিয়ায় অন্যান্য এলাকায় আফগান পুলিশ বাহিনী যা বর্তমানে গঠন প্রক্রিয়ায় চলমান প্রশিক্ষণ প্রদানের জন্য অবদান রাখতে পারে।উভয় নেতা চলমান সীমারেখা-বহির্ভুত অংশ পুরণে আসিয়ান শীর্ষসম্মেলন সম্পর্কিত বৈঠক।এই ছিল প্রথমবারের ওবামা আসিয়ান-মার্কিন নেতাদের বৈঠক, সম্পর্কিত ১৯তম আসিয়ান শীর্ষসম্মেলন পাশাপাশি অনুষ্ঠিত বৈঠকের এক ছিল অনুচর।গত বছর এপ্রিল নাজীব যখন ওয়াশিংটন ডিসি নিরাপত্তা শীর্ষসম্মেলন উদ্বোধনী অনুষ্টান অংশগ্রহনে দুই নেতার এই ছিল সর্বশেষ একটি দ্বিপাক্ষিক বৈঠক। আসিয়ান-জাপান শীর্ষসম্মেলন; আসিয়ান-কোরিয়া শীর্ষসম্মেলন; আসিয়ান-প্লাস-৩ শীর্ষসম্মেলন এবং তৃতীয় আসিয়ান-মার্কিন শীর্ষসম্মেলন এছাড়াও ১৪তম আসিয়ান-চীন শীর্ষসম্মেলন গতকাল নাজীব অংশগ্রহন করেন।
প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ নাজীব রাজ্জাক আসিয়ান ও পূর্ব এশিয়া বৈঠকের সীমারেখা-বহির্ভুত অংশের উপর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বালি’তে বৈঠক আজ।

বুধবার, ৯ নভেম্বর, ২০১১

ঈদের টানা একসপ্তাহ’র ছুটিতে লোকালয়ে ভিড়ের ঢল নেমেছে

সেলিমঃ গত ৬ই নভেম্বর ঈদুল আযহা’কে সামনে রেখে পুরো মালয়েশিয়ায় টানা এক সপ্তাহের ছুটিতে আজ তিন দিন শেষে চার দিনের মাথায় মানুষ কর্মস্থানে ফেরা শুরু করেছে। এই ঈদুল আযহা বিশ্ব মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। তদ্রুপ মালয়েশিয়াও সংখ্যাগরিষ্ট মুসলিম দেশে  এই দিনটি অন্যতম। প্রতিবারের ন্যায় এবারের ঈদুল আযহা’র দিনটি তেমন আনুষ্ঠানিকতা দেখা যায়নি। তাই মানুষের আনন্দ, খুশি, ঈদ ছুটি কাটাও ছিল ভিন্ন। আনন্দ উল্লাসের তেমন ঝড় বয়নি। গত কয়েক দিন আগে কালি মা’র দেবী পূঁজা যেভাবে উদযাপন হয়েছে তা সর্বধর্মালম্বীর আনন্দের ছোঁয়া লেগে দেয়। এরপর নতুন বছরের শুরুতে চীনা ধর্মানুষ্ঠানেও উৎসব যেভাবে উদযাপিত হবে মুসলিমদের লজ্জায় মুখ ডুবাবে। সরকারিভাবে অফিস আদালত, কোট-কাছারী, স্কুল-মাদ্রাসা ছুটি হলেও বেসরকারি বিভিন্ন সংস্থার ছুটি হয়নি। যা মুসলমানদের জন্য অবমাননার পরিপন্থী। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ নাজিব পবিত্র হজ্ব পালনে তাঁর পরিচালনাধীন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বিভিন্ন সমস্যাজনিত কারণে পবিত্র ঈদুল আযহা প্রতিবারের ন্যায় এবার ব্যতিক্রম দেখা দেয়। এতেও মানুষ যেভাবে খুশির নেশায় মগ্ন হয়ে ঘুরছে সর্বান্তরে। রাস্তা-ঘাট, খোলা মাঠ, হাওড়, নদী পাড়, বালি কণা সমুদ্রাচর, নির্জনালয়, শিশুপার্ক, মনমহল হয়ে উঠেছে বাঁধ ভাঙ্গা জন মিছিল। দু’চোখের অদৃশ্য হয়না কোন অন্তর। মানুষের গুনগুনে হয়ে উঠে পাখির গুঞ্জন।