মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করে বলেছে, মরণঘাতী ইবোলা ভাইরাসের ‘মহামারী’ পশ্চিম আফ্রিকায় ভয়াবহ আকার ধারণ করেছে। অনেকক্ষেত্রে এ রোগে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন তাদের প্রকৃত সংখ্যা উঠে আসছে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর দ্যা ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান এর পরিচালক টম ফ্রিডেন বুধবার এক সংবাদ সম্মেলনে এই সতর্কতার কথা বলেন।
তিনি বলেন, ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বাড়ছে। আগের চেয়ে এর অবস্থা আরো খারাপ হয়েছে।
‘বিশ্ব এর আগে ইবোলার এমন ভয়াবহতা আগে কখনো দেখেনি। এটা শুধু মৃত্যুর সংখ্যার হিসাবে নয়। বরং আমরা জেনেছি সেখানে নিহতের সংখ্যা যা এসেছে প্রকৃতপক্ষে তার চেয়ে অনেক বেশি মানুষ আক্রান্ত হয়েছে’, যোগ করেন টম ফ্রিডেন।
পশ্চিম আফ্রিকার দেশগুলোর মধ্যে ইবোলা সবচেয়ে বেশি মহামারী ছড়িয়েছে লাইবেরিয়াতে। সেখানে এখন পর্যন্ত ৬২৪ জনের মৃত্যু হয়েছে। আর এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজার ৮২ জন আক্রান্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর মতে, ‘অনাকাঙ্খিত’ এ মহামারীতে এ বছর এখন পর্যন্ত এক হাজার ৪২৭ জন মারা গেছেন। এছাড়া ইবোলায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬১৫ জন।
তবে হু মনে করে, এই সংখ্যাটি প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম। কারণ, অনেকক্ষেত্রেই সামজিকভাবে ইবোলায় আক্রান্তের তথ্য প্রকাশ করা হয় না।
এই অবস্থার মধ্যে ইবোলার মহামারী নিয়ে আলোচনার জন্য গিনির রাজধানীতে পশ্চিম আফ্রিকার দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীরা একত্রিত হচ্ছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন