পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৪ অক্টোবর, ২০১১

অবৈধ বাঙ্গালীদের জন্য মালয়েশিয়ায় বিশেষ সুযোগ

নিবন্ধের জন্য লাইনে দাঁড়ানো।
এমশিয়া ডটকমঃ গত ১৩ জুলাই ২০১১ থেকে ১৩ আগষ্ট পর্যন্ত ১মাসের সময়সীমায় নিবন্ধন রেজিষ্ট্রেশন শুরু হয়।এতে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ না হওয়ায় ২০আগষ্ট পর্যন্ত সময় বর্ধিত করেন।বিভিন্ন কর্মব্যস্থ এবং দূরবর্তী নিবন্ধক পূঙ্খানোপূঙ্খভাবে নিবন্ধিত হতে না পারায় পররাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে ৬সেপ্টেম্বর পর্যন্ত পূণরায় বর্ধিত হলেও ঈদের বিভিন্ন সরকারী বন্ধের ফলে ২৮আগষ্ট নিবন্ধন রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন।এতে ২ লাখ ৬৮ হাজার অবৈধ লাখ ৩৩ হাজার বৈধ বাংলাদেশী নিবন্ধিত হয়।প্রায় লাখ বাংলাদেশী শ্রমিক নিবন্ধনের সুযোগ পায়। শুধু তাই নয়, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভিয়েতনাম, ফিলিপাইন, শৃলংকা, মায়েনমার ইত্যাদির বৈধ-অবৈধ প্রায় ২০লাখ নিবন্ধিত হয়।
অবৈধদের দেশে ফেরার সুযোগ দেয়ার পাশাপাশি অভিবাসী শ্রমিকদের শৃঙ্খলা ফেরানোর জন্যই বৈধদেরও নিবন্ধনের আওতায় আনা হয়েছে।এখানে অবৈধভাবে অবস্থান করা বেশিরভাগ বাংলাদেশীই নিবন্ধনের সুযোগ গ্রহণ করেছেন।কোন ডুকোমেন্ট ছাড়াই নিবন্ধিত হয়ে ছ’মাসের ফর্দ পেয়ে পারমিটের অপেক্ষামান আছে।এদিকে ছ’মাসের সময়কে দশ মাসে বাড়িয়ে যাদের কোন ধরণের ডুকোমেন্ট নেই তাদের নতুন পাসপোর্টের জন্য স্বস্ব ঠিকানায় পূর্ণ তদন্ত পাঠিয়ে সুষ্ঠভাবে পারমিট দেওয়ার কার্যক্রম বাস্তবায়ন করেছেন। আর তদন্তে যাদের ভূল তথ্যে পাওয়া যাবে তাদের স্বসম্মানে দেশে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করা হবে বলে উল্লেখ করেন। নয়তো পরবর্তীতে আইনের মাধ্যমে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে ব্যক্ত করেন।আরো উল্লেখ করেন সুষ্ঠভাবে পাসপোর্ট পাওয়ার পর পাসপোর্ট এবং যাবতীয় ডকুমেন্টপত্র সতর্কতার সহিত নিজ হেফাজতের গুরুত্ব আরোপ করেন। অন্যথায় পাসপোর্ট বা ডকুমেন্টপত্র হারিয়ে অথবা নষ্ট হয়ে গেলে নতুন সংযোনের জন্য একবছর অপেক্ষা করতে হবে। হারানো বা নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ পুলিশ ষ্টেশনে রিপোর্ট আবশ্যক।একই ভূল বার বার অগ্রহণযোগ্য বরং জরিমানার আওতাভূক্ত হবে। নতুন পাসপোর্টের জন্য পূনরায় দরখাস্থ করতে হবে।

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১১

বিশ্বের দীর্ঘতম সেতু মালয়েশিয়া

পুরাতন সেতু
নতুন সেতু কাজ চলাকালীন অবস্থা

এমশিয়া ডটকমঃ  ‘পোয়ালা পিনাঙ’এ ১৩.৫কিমি. পুরাতন একটি দীর্ঘ সেতু থাকলেও তার পাশাপাশি নতুনভাবে আরেকটি সম্পন্ন হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব আবদুল্লাহ মুহাম্মদ বাদাওয়ী’র আমলে(২০০৮সালে) অনুমোদন হলেও বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ নাজীব এর অধীনে সেতুটি নভেম্বর ২০০৮ থেকে নভেম্বর ২০১৩ পর্যন্ত সময়সীমাই সেতুটির কাজ আরম্ভ হয়ে এই পর্যন্ত ৬৫% কাজ সম্পন্ন হয়।চলতি বছরের শেষের দিকে ৭০% কাজ বুঝিয়ে দিবে বলে কথা দেয়। বাকী ৩০% অসমাপ্ত কাজ সময়সীমার দু’মাস আগে সম্পন্ন হবে বলে প্রতিশ্রুতি দেয়।প্রকল্পটির বাজেট ছিল ৪৫০ কোটি টাকা (৪.৫ বিলিয়ন রিংগীট) এবং সেতুটির দৈর্ঘ্য ২৪ কিমি.।তার মাঝপথে পাঁচতলা বিশিষ্ট রেষ্ট হাউস, সপিংকমপ্লেক্স, পেট্রোলনাস চৌ-কারে নির্মিত। এটি একটি বিশ্বের অন্যতম সেতু হিসেবে স্থান দখল করবে।

‘পোয়ালা পিনাঙ’ একটি উপদ্বীপ হলেও অঞ্চলটির বিশেষ বৈশিষ্ট্য শিল্পকেন্দ্রের উল্লেখযোগ্য। পুরাতন সেতু এবং বন্দর দিয়ে দৈনন্দিন বিভিন্ন দেশের পণ্য-দ্রব্যাদী আসা-যাওয়া করে। যা গোটা মালয়েশিয়া উন্নয়নের শিংহভাগ এই শিল্প বানিজ্যে অবদান রাখে। অন্যদিকে মালয়েশিয়াও এশিয়া মহাদেশের অন্যতম পর্যটক দেশ হিসেবে পর্যটকদের মনোরম পরিবেশে ভ্রমণে উৎসুক করে তুলে।

বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১১

চাঁদের চারদিকে আল্লাহু দ্বারা বেষ্টিত।

চাদের বৃত্তকায় আল্লাহু বর্ণমালা দৃশ্যমান।
শাহারী শাহঃ গত ১৫ আগষ্ট চাঁদের চারদিকে রিং এর মত আল্লাহু দ্বারা ঘেরা দৃশ্য প্রদর্শিত হয়ে মানুষের হৈহুল্লার ভিড় এবং আল্লাহ ভীতি হওয়ার অভিপ্রায় পরিলক্ষিক হ্য়।মানুষ উচ্চস্বরে আল্লাহু বলতে থাকে।এ ঘটনায় মানুষের মনে চনক লাগিয়ে দেয়।

চাঁদের চতুরপার্প্বে বরফের মত মেঘ দ্বারা বেষ্টিত চন্দ্রপ্রভায় প্রতিফলিত আল্লাহু বর্ণমালা প্রদর্শিত হয়। সাইরাস মেঘ থেকে বরফ স্ফটিক হয়ে পৃথিবীর পৃষ্ঠাদেশ থেকে প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার দূরে অবিস্থিত।

মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১১

পাসপোর্ট শাস্তি: ৩ বছরে একটি নতুন পাওয়া।

এমশিয়া ডটকমঃ যারা তাদের পাসপোর্ট হারান অসংকৃৎ, সতর্ক হতে হবে - ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আজ থেকে তিন বছর পর্যন্ত তাদের জন্য নতুন পাসপোর্ট প্রদানকারী বিলম্ব হবে। ইমিগ্রেশনের মহাপরিচালক জনাব আলিছ আহমদ বলেন যারা তাদের পাসপোর্ট হারায় বিভাগ থেকে কঠিন নিয়ম জারি করা হবে। বর্তমানে, প্রতিস্থাপন পাসপোর্ট এক বছরের মধ্যে জারি করা হয়। যারা পাসপোর্ট হারায় প্রথমবারের মত বিভাগে রিপোর্ট এবং নতুন আরেকটির জন্য দরখাস্ত, যা জারি একই দিনে প্রযোজ্য হবে।
আলিছ বলেন বিভাগ থেকে অপহৃত, ক্ষতিগ্রস্ত এবং অস্থাপন পাসপোর্ট এর ৩,৫০০ ক্ষেত্রে গড়ে প্রতি মাসে প্রাপ্ত কিংকর্তব্যবিমূঢ়। পাসপোর্ট হোল্ডার সহ ধরণের অজুহাত দেখানো এবং বিশৃঙ্খলা তাদের নতুন অ্যাপ্লিকেশন ন্যায্যতা,
তিনি আরো বলেন-
# তবে, তাদের অজুহাত দেখানো সন্দেহজনক এবং প্রশ্নবোধক যদি তারা তাদের ভ্রমণ দলিলপত্র বারবার হারায়, বলেন দ্বিতীয় বার এবং একাধিক।
# পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ দলিল এবং সেইজন্য, যত্ন সঙ্গে পরিচালনা করা হবে।
# এছাড়াও বেশ কিছু ক্ষেত্রে পাসপোর্ট শেষ পর্যন্ত ওয়াশিং মেশিনে।
# কিছু ছিন্ন হয়েছে, দাগী বা জিনিষ তাদের উপর লেখা।
# সত্যিই যে দেখায় কিভাবে অসাবধান পাসপোর্ট হোল্ডার আছে।
# একটি প্রতিবন্ধক হিসাবে, শুধু এই দেশের জন্য তিন বছর থাকার প্রস্তুত করা হবে এবং কোনো বিদেশী ভ্রমণের প্রায় ভুলে গিয়ে।
# আলিছ বলেন, তাঁর অফিসারদের পুঙ্খানুপুঙ্খভাবে যারা তাদের ভ্রমণ দলিল হারানো একাধিকবার পরে একটি নতুন পাসপোর্টের জন্য আবেদন প্রশ্ন করবে।
# আলিছ থেকে সম্প্রসারিত পতিত যখন জিজ্ঞাসা করে যদি হারিয়ে একটি পাসপোর্ট তৃতীয় পক্ষের কাছে টাকার জন্য বিক্রি হচ্ছে।
তিনি বলেন, এই সম্ভাবনা অনিয়ম।
# সমস্ত পাসপোর্ট রিপোর্ট অনুপস্থিত কালো তালিকাভুক্ত হবে - তারা অকার্যকর হয়ে যাবে।
# তাদের ঐ পরিস্থিতির কারণে অল্পদিন ব্যবহার করতে হবে, তাদের প্রবেশ অথবা দেশ ত্যাগ করতে হবে।
# অতীতে, মালায়েশিয়ান সিন্ডিকেটস বিপুল লাভের জন্য বিদেশীদের কাছে পাসপোর্ট বিক্রি করে দেয়। এই সিন্ডিকেটস কিনতে ইচ্ছুক কিন্তু প্রতিটি পাসপোর্ট ৪০,০০০ রিংগীট এবং ৫০,০০০ রিংগীটে বিক্রিতে রাজি হবে।
বৃহস্পতিবারের মধ্যে, যে যারা তাদের পাসপোর্ট বা পরিচয়পত্র হারিয়েছে দেরী না করে একটি ডেরা পুলিশ রিপোর্ট প্রতিবেদন প্রয়োজন। প্রয়োজনীয় সকল সমস্যা বিভাগ রিপোর্টের উপর গ্ন্য গ্রহণযোগ্য বলে মেনে নিবে।

সোমবার, ১৭ অক্টোবর, ২০১১

ফিলিপাইনে পিতা গুলিবিদ্ধ করে এক পরিবারের চার সদস্য এবং কাজের ভোয়াকে হত্যা করে।


ম্যানিলা: বাবা গুলিবিদ্ধ করে তিন কন্যা, তার স্ত্রীকে, এবং কাজের মেয়ে আত্মহত্যা করে। পুলিশ সূত্রে জানাই- সকালে নেশাগ্রস্থে মাতালবস্থায় বাড়ী ফিরে স্ত্রী মেলিন্ডা'র সঙ্গে তর্ক-বিতর্কের এক পর্যায়ে তিন কন্যা এবং নিজ স্ত্রীকে গুলিবশর্ষন করে। কাজের ভোয়া দেখে পেলায় তাড়া করলে নিজে গুলিবিদ্ধ হয়ে আত্মহত্যা করে। তাদের তিনটি মেয়ে বয়স ১৮ এবং ২৬ বৎসর, কিন্তু বেঁচে গেলে তাদের কনিষ্ঠ কন্যা  যার বয়স ১৪ বৎসর। এই ন্যাক্কার জনক ঘটনা ফিলিপাইনে উত্তেজনা বিরাজ করে।

রবিবার, ১৬ অক্টোবর, ২০১১

নিউ ইয়র্ক পুলিশ গ্রেফতার ১৪ প্রাচীর নিম্ন ম্যানহাটানের সংঘর্ষ রাস্তায় প্রতিবাদকারী

নিউ ইয়র্ক পুলিশ বলেন, তারা নিম্ন ম্যানহাটানের মধ্যে ১৪ বিরোধী ওয়াল স্ট্রিট প্রতিবাদকারী গ্রেফতার সিদ্ধান্তের আগে আজ থেকে যুচ্চত্তি পার্ক, আর্থিক শিল্পের বিরুদ্ধে বিক্ষোভ সাইটের রোধ মুলতবি নিম্নলিখিত. গ্রেফতার প্রতিবাদকারী যারা ​​দাঁড়িয়ে অথবা রাস্তায় বসে অন্তর্ভুক্ত, নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের মুখপাত্র পল ব্রাউনি ই মেইল বলেন. অন্য হেফাজতে অন্তর্ভুক্ত ব্যক্তি যেন আবর্জনা ঝুড়ি বা নিক্ষিপ্ত বোতল।

শনিবার, ১৫ অক্টোবর, ২০১১

ব্যাংকক দুর্দশার বন্যা


Foto
বন্যায় ব্যাংকক সিটিতে নৌকায় করে যাতায়ত 
ব্যাংকক: ব্যাংকক রাজধানীর মধ্যে নয় মিলিয়ন জনসংখ্যা বন্যায় অসহায়ত্ব জনজীবন বিভ্রান্ত।এই বন্যা গত কয়েক দিন ধরে বিরাজ করতেছে। শহরের বিভিন্ন সপিংকমপ্লেক্সের সামনে বালির বস্তাদ্বারা বাঁধের ঘেরা । শত শত বিঘা ফসলী ধানক্ষেত এবং কারখানা তলীয়ে যায়। সাম্প্রতিক একটি রিপোর্ট সূত্রে- 'সাও প্রাইয়া' নদীর জল স্তর ২.১৩ মিটার,  গত বছর সর্বউচ্চতা জলস্তর ছিল ২.১০ মিটার এবং ২৩০ এর বেশির ভাগই উত্তর সেন্ট্রাল স্কয়ার মধ্যে সড়ক। এই বন্যা থাইল্যান্ড ইতিহাসের মধ্যে সবচেয়ে খারাপ বন্যা হিসেবে বইয়ে যায়। মেট্রোপলিটান শহরের অভ্যন্তরীন কম অঞ্চলে অবস্থিত।

থাই সরকার অধিবাসী এবং বিভিন্ন প্রয়োজনীয় সরাঞ্জামাদী নিরাপদ আশ্রয়স্থানে সরিয়ে রাখার সার্বিক সহযোগীতা করে।