ম্যানিলা: বাবা গুলিবিদ্ধ করে তিন কন্যা, তার স্ত্রীকে, এবং কাজের মেয়ে আত্মহত্যা করে। পুলিশ সূত্রে জানাই- সকালে নেশাগ্রস্থে মাতালবস্থায় বাড়ী ফিরে স্ত্রী মেলিন্ডা'র সঙ্গে তর্ক-বিতর্কের এক পর্যায়ে তিন কন্যা এবং নিজ স্ত্রীকে গুলিবশর্ষন করে। কাজের ভোয়া দেখে পেলায় তাড়া করলে নিজে গুলিবিদ্ধ হয়ে আত্মহত্যা করে। তাদের তিনটি মেয়ে বয়স ১৮ এবং ২৬ বৎসর, কিন্তু বেঁচে গেলে তাদের কনিষ্ঠ কন্যা যার বয়স ১৪ বৎসর। এই ন্যাক্কার জনক ঘটনা ফিলিপাইনে উত্তেজনা বিরাজ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন