পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫

শিকের ওপারে বাবাকে শুধু দেখেছি...কোলে উঠতে পারিনি -

আমি নুমায়ির। নামিরার ভাই। আমার বয়স সাত দিন। নুমায়ির আমার ডাকনাম। বাবা আমার নাম না রাখতে পারলেও অনলাইনেই আমার একটি নাম দেয়া হয়েছে- আব্দুল্লাহ ইবনে মাসুদ। প্রখ্যাত সাহাবীর নামেই আমার এ নাম। মাসুদ আমার বাবা। আমি উনাকে দেখেছিলাম না। আজ দেখেছি। সাধারণত ছেলে সন্তান জন্মের পরে সন্তানের কানের পাশে নাকি আযান দেয়া হয়। সচরাচর পিতাই আনন্দে আবেগাপ্লুত হয়ে আযান দিয়ে থাকেন। আমার বাবাও সেরকমই স্বপ্ন দেখেছিলেন। কিন্তু পারেননি। কারন উনি বাসায় ছিলেন না।
এক দিন দুই দিন করে করে ছয়টি দিন পার হয়ে গেল। কিন্তু বাবা আসছিলেন না। অনেকেই বাসায় আসলেন। আমাকে কোলে নিলেন। আমাকে সবাই কেন যেন একটু বেশী করে আদর করছেন। কিন্তু জানেন, আমার সব আদরের পরেও কেন যেন একটি অতৃপ্তি কাজ করছিল। কি সেটা আমি বুঝতে পারছিলাম না। আমি ছোট তো, তাই কাউকে জিজ্ঞাসাও করতে পারছিলাম না।
সবাই আমার ছবি তুললেন। আদর করে ফেসবুকেও আমার ছবি পোস্ট করলেন চাচ্চুরা, খালামনিরা। যারা আমাদের বাসায় আসতে পারেননি, তারাও আমাকে দেখলেন। কমেন্টে অনেকেই অনেক দোয়া করেছেন। অনেকে নাকি আমাকে দেখে চোখের পানিও ফেলেছেন। আল্লাহর কাছে আমার জন্য অনেক দোয়া করেছেন।
আজ এক সপ্তাহ পরে মামনি আমাকে নিয়ে বাইরে গেলেন। ঘিঞ্জি রাস্তা দিয়ে চলতে চলতে এক সময় একটি বড় দালানের কাছে পৌঁছলাম আমরা। কী জানি কোথায় যাচ্ছি আমরা! তবে এক ধরনের অজানা ভাল লাগা আমার মধ্যে কাজ করছিল। আমিতো আসলে জানিনা, আমরা কোথায় যাচ্ছি। শেষ পর্যন্ত আমরা ভেতরে গেলাম। কিছুক্ষন পরে লোহার শিকের ওপাশ থেকে একজন আমাকে ডাকলেন। আমি আধো আধো চোখ খুলে তাকালাম। খুব নজর করে খেয়াল করলাম। প্রথম দেখাতেই খুব ভাল লাগল। এক ধরনের অনুভূতি খেলা করে গেল ভেতরে। খেয়াল করলাম- উনার চোখের পানি বের হতে চাচ্ছে। কিন্তু উনি দৃঢ়তার সাথে তা আটকে রাখতে চাইছেন। মা আমাকে উচু করে ধরলেন। বললেন- দেখ, বাবাকে। আমার মনে পড়ে গেল এ কোলের জন্যই তো আমার অপেক্ষা ছিল। ইনিই আমার বাবা! বাবা, আমিতো তোমার জন্যেই অপেক্ষা করছি ক’দিন ধরে। আমি ভাবলাম, এবার বাবা আমাকে কোলে নেবেন। অতৃপ্তি বোধ হয় কিছুটা মিটবে। আমি অপেক্ষা করলাম। কিন্তু জানেন, বাবা আমাকে কোলে নিলেন না। কিভাবে নেবেন, কালো শিকের কারনে বোধ হয় আসতে পারছেন না। বলতে চাইলাম, বাবা শিকের এপাশে আসো। আমিতো তোমার জন্য হাত বাড়িয়ে আছি...
বাবা এবার আর পারলেন না। শব্দ করে ডুকরে কেঁদে ফেললেন। মায়ের চোখের দিকে তাকিয়ে দেখি, উনার চোখেও পানি।। আর বোন নামিরার দিকে খেয়াল করলাম। না, ও কিছু বুঝছেনা। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। একবার বাবার দিকে, একবার মায়ের দিকে আরেকবার আমার দিকে তাকাচ্ছে। কালো শিকগুলো ধরে ও শুধু ঝাকাচ্ছে। ওর বয়সও তো বেশী না। তাই শিকগুলো ও ভাংতে পারছেনা। আমি আরেকটু বড় হলে এ শিক ভেঙ্গে বাবার কাছে যেতাম। আমি বাবার চোখের পানি মুছে দিতে চাইলাম। কিন্তু আমার হাত তো ছোট। শিক পার হবেনা। তাই, বাবাই পরক্ষনে চোখ মুছে আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন... বাবার হাসিটা না খুব মিষ্টি!
বাবা হাত বাড়ালেন। আমার মাথায় হাত বুলালেন। কী পরম তৃপ্তি বাবার হাতের স্পর্শে...। বাবা আমার দিকে তাকিয়ে আমাকে কিছু কথা বললেন। সে কথাগুলো বোধ হয় বাবার এতোদিনের সংরক্ষিত অনুভূতির ফসল। উনি বললেন- "দেখে রাখ জালিমের জেলখানা, আসতে হতে পারে তোমারও, এই আন্দোলনের ডাকে সারা দিয়ে"। আমি বলতে চাইলাম- বাবা, তুমি শুধু দোয়া কর। তোমার এ আন্দোলনের পথে যেন আমিও যথাযথভাবে পা বাড়াতে পাড়ি। আমার নামের স্বার্থকতা যেন আমি রাখতে পারি। তোমার মত সাহসী যেন হতে পারি, বাবা।
চলে এলাম বাবার আদেশ মিশ্রিত নির্দেশনাকে বুকে ধারন করে।
সবার কাছে দোয়া চাইছি। আমি যেন ধৈর্য ধারন করতে পারি। আর বাবা যেন খুব দ্রুত আমার কাছে চলে আসতে পারেন।

(নুমায়িরের অনুভূতি হয়তবা এমনই হবে। মাসুদ ভাইয়ের সাথে জেলখানায় তাঁর সন্তানের সাক্ষাতের ছবিটি দেখে খুব আবেগাপ্লুত হয়ে পড়েছি। কল্পনা করতে চেষ্টা করলাম সদ্যজাত এ নুমায়িরের অনুভূতির ব্যাপারে। সে কল্পনাকেই লিখতে চেষ্টা করেছি মাত্র-

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪

জামায়াত-শিবিরের বিক্ষোভে উত্তাল দেশ : অবিলম্বে সাঈদীর মুক্তি না হলে সরকারকে টেনেহিচড়ে নামাবে জনতা


জামায়াত-শিবিরের বিক্ষোভ সমাবেশে উত্তাল দেশ। সুপ্রিমকোর্টের চূড়ান্ত রায়ে জামায়াতের নায়েবে আমির ও বিশ্বনন্দিত মোফাসসিরে কোরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীরকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেয়ার প্রতিবাদ ও আজকের হরতালের সমর্থনে বুধবার এ বিক্ষোভ মিছিল করেন জামায়াত-শিবির নেতাকর্মীরা। 
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা সরকার আল্লামা সাঈদীর কণ্ঠকে রুদ্ধ করে কোরআনের আওয়াজ বন্ধ করার চক্রান্ত করছে অভিযোগ করে অবিলম্বে তাকে মুক্তি না দিলে জনতা এ সরকারকে টেনেহিচড়ে ক্ষমতা থেকে নামাবে। 
বিভিন্ন স্থানে এসব বিক্ষোভ সমাবেশে নেতার রায় প্রত্যাখ্যান কর তা প্রহসন অভিযোগ করে অবিলম্বে নিরপরাধ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি না দিলে দেশ অচল করে দেয়ারও হুমকি দেন। 
দেশব্যাপী জামায়াত-শিবিরে বিক্ষোভ সমাবেশের খবরের বিস্তারিত ডেস্ক রিপোর্টে : 
চট্টগ্রাম : জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেয়া প্রহসনের রায় বাতিল করে তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর জামায়াত ও ইসলামী ছাত্রশিবির। 
সমাবেশে বক্তারা বলেন সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য দেশপ্রেমিক জনদরদী নেতাদের জেলে আটকে রাখার পায়তারা করছে। এজন্য তারা আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিরোধী নেতাদের বছরের পর বছর মিথ্যা সাজানো মামলা দিয়ে প্রহসনের রায়ের মাধ্যমে দেশবাসীর মনে গভীর ক্ষত সৃষ্টি করছে। 
বক্তারা বলেন, জামায়াত নেতাদের একমাত্র অপরাধ তারা জনগণকে আল্লাহর কথা বলেন। দেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতিকে সদা সজাগ রাখে। নেতৃবৃন্দ মাওলানা সাঈদীসহ সব রাজবন্দিকে দ্রুত মুক্তি দেয়ার জোর দাবি জানান। নেতৃবৃন্দ সাঈদীর বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে জামায়াত ঘোষিত বৃহস্পতিবারের হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।
এদিকে মাওলানা সাঈদীর আমৃত্যু দণ্ডাদেশের চূড়ান্ত রায়কে প্রত্যাখ্যান করে নগরীর মুরাদপুর এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির। বুধবার দুপুরে এ ঝটিকা মিছিল বের হয়। মিছিল থেকে গাড়ি ভাংচুরের চেষ্টাও করে তারা।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, ঝটিকা মিছিল থেকে শিবির কর্মীরা কয়েকটি গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছুড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়।
খুলনা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, সরকার অন্যায়ভাবে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে অন্যায়ভাবে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দেশ থেকে ইসলামী নেতৃত্বশূন্য করার উদ্দেশে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সরকার নির্দেশিত ছকে এ রায় দিয়ে দেশকে এক ভয়াবহ সংকটে নিক্ষেপ করেছে। 
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অন্যায় রায় প্রদান ও তার মুক্তির দাবিতে বুধবার তাত্ক্ষণিক কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরী জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ সব কথা বলেন। 
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন খুলনা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, জামায়াত নেতা মিয়া আকরামুজ্জামান রাজা, মো. অলিউল্লাহ, এস এম আক্তারুজ্জামান, আবু বকর সিদ্দিক, মুরাদ সোহাগ প্রমুখ।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আল্লামা সাঈদীর কণ্ঠকে রুব্ধ করে দিয়ে কোরআনের আওয়াজ বন্ধ করার চক্রান্ত্রের বিরুদ্ধে দেশের জনগণ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে জনগণ দেখিয়ে দিয়েছে জনতা এ সরকারকে টেনেহিচড়ে ক্ষমতা থেকে নামাবে। 
তিনি অবিলম্বে সরকারকে সঠিক পথে আসার আহবান জানিয়ে বলেন, এ আন্দোলন জনতার আন্দোলন, এ আন্দোলন আল্লামা সাঈদীসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির আন্দোলন। জনতার রোষ ঠেকাতে পারবেন না। অবিলম্বে নিরপরাধ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দিন। তা না হলে দেশ অচল করে দেয়া হবে।
সিলেট : দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদ ও তার মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর সিলট সদর উপজেলা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
বাদ যোহর শহরতলীর টুকের বাজার এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সদর জামায়াত আমির সুলতান খাঁর সভাপতিত্বে সেক্রেটারি আবদুল লতিফ লালার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মিভির সভাপতি সাইফুল ইসলাম সুজন, সদর জামায়াতের সহকারী সেক্রেটারি নজির আহমদ। 
সভাপতির বক্তব্যে সদর জামায়াতের আমির বলেন, প্রহসনের রায়ের বিরুদ্ধে জনগণ মাঠে নেমে এসেছে। সরকারের এ দাবানল নেভানোর জন্য অনতিবিলম্বে মাওলানা সাইদীকে মুক্তি দেয়া উচিত।
উপস্থিত ছাত্র জনতার উদ্দেশ্যে শাবি শিবির সভাপতি সাইফুল ইসলাম সুজন বলেন, আপিল বিভাগ সরকারের মদদপুষ্ট হয়ে মাওলানা সাঈদীকে আমৃত্যু কারাপ্রদান করেছে আমরা এ প্রহসনের রায় প্রত্যাখ্যান করছি। এই রায় দেলোয়ার শিকদারের জন্য প্রযোজ্য হতে পারে মাওলানা সাঈদীর জন্য এ রায় প্রযোজ্য না। মাওলানা সাঈদীকে নির্দোষ। মাওলানা সাঈদী বেকসুর খালাস পেয়ে আবারো জনতার মাঝে ফিরে আসবেন। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী একজন আলেমে দ্বীন, বিশ্ববরেণ্য মোফাসসিরে কোরআন। বাংলাদেশসহ বিশ্বের অগণিত মানুষের হৃদয়ে তার স্থান। বিগত প্রায় অর্ধশতাব্দী কাল যাবত্ তিনি দেশে-বিদেশে মহাগ্রন্থ আল কোরআনের তাফসির পেশ করে আসছেন। ১৯৭৮ সাল পর্যন্ত তাঁর কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল না। তিনি কোরআনের ময়দানে বিচরণ করেছেন সদা-সর্বদা। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেলোয়ার সিকদারের অপকর্মের দায় আল্লাামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওপর চাপিয়ে দেয়া হয়েছে।
বরিশাল : জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায়কে প্রহসন উলেস্নখ করে এর প্রতিবাদে ও হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে বরিশাল মহানগর জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের সিঅ্যান্ডবি রোডের তন্ময় কমিউনিটি সেন্টারের সামনে থেকে পৃথক দুটি ব্যানারে মিছিল বের করা হয়।
বরিশাল মহানগর শিবিরের সভাপতি আহম্মেদ শিহাবের নেতৃত্বে মিছিল থেকে নেতাকর্মীরা রায়ের প্রতিবাদ জানান। মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়ক হয়ে কলেজ অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।
গাজীপুর : জামায়াতের নায়েবে আমির অল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার রায়ের প্রতিবাদে এবং কেন্দ্রীয় কর্মসূচী ২ দিন ব্যাপী হরতালের সমর্থনে গাজীপুরে বুধবার বিকেলে জামায়াতে ইসলামের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে শহরের ঊনিশ চত্বর মুক্তমঞ্চ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি জয়দেবপুর বাজার এলাকা প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা এস এম ছানাউল্লাহ, গাজীপুর মহানগর জামায়াতের আমির আবদুল বাছেদ ও সেক্রেটারীি সাইদুর রহমান।
এছাড়া একই সময়ে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গাজীপুর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুর সদর উপজেলা জামায়াতের আমির মো. আজহারুল ইসলামের নেতৃত্বে মিছিলটি চান্দনা চৌরাস্তা এলাকা হয়ে ঢাকা রুটের বাইপাস এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মো. খায়রুল হাসান, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক মো. হোসেন আলী, টংগী থানা জামায়াতের সেক্রেটারি আফজাল হোসেন, মহানগর শিবিরের সভাপতি ফুয়াদ হাসান পল্লবসহ সহস্রাধিক নেতাকর্মী। 
যশোর : জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু জেল দেয়ার প্রতিবাদে এবং দুই দিনের হরতালের সমর্থনে যশোরের বিভিন্ন এলাকায় মিছিল সমাবেশ হয়েছে। রায় ঘোষণার পর দলের নেতাকর্মীরা রাজপথে নেমে এসে এসব মিছিল সমাবেশে অংশ নেন।
বিকেলে যশোর শহরে জামায়াতের উদ্যোগে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের শহর সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, শিবিরের শহর সেক্রেটারি আজহারুল ইসলাম প্রমুখ।
এছাড়া জেলার আটটি উপজেলা সদর ও গুরুত্বপূর্ণ হাটবাজারে মিছিল করে জামায়াত-শিবির।

২৬বছর বয়সী নেপালের এক যুবক বাইসাইকেল যুগে ১৯৫ টি দেশ ভ্রমণ


সেলিম মালয়েশিয়াঃ নেপালের দীপাক কার্তী নামে ২৬ বছরের এক যুবক বাইসাইকেল যুগে এশিয়া, আফ্রিকা, ইউরোপ মহাদেশ ভ্রমণ করার একটি চূড়ান্ত প্ল্যান সৃষ্টি করে। দীপাকের বয়স যখন ২৩বছর তখন (২০১১ইং থেকে) ভ্রমণ শুরু করে এশিয়া মহাদেশে নেপাল, ভূটান, ভারত, পাকিস্তান, শৃলঙ্কা, মালদ্বীপ ও বাংলাদেশ এবং অন্যান্য এ পর্যন্ত ১৬টি দেশ ভ্রমণ করেছে। দীপাক বর্তমানে মালয়েশিয়া ভ্রমণাদীন আছে। মালয়েশিয়া ২০দিন ভ্রমণ শেষে সিঙ্গাপুর, ইন্দুনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, হংকং ও জাপান শেষ করে আবার নেপাল ফিরবে। এরপর আফ্রিকা মহাদেশ দিয়া শুরু করবে দীপাকের বাইসাইকেল ভ্রমণযাত্রা। এভাবে ১৯৫টি দেশ ভ্রমণ শেষ করবে তার বয়স যখন ৩৮ বছর উর্ত্তীণ হবে। 

মনির খাঁন ও হেমা মালয়েশিয়া আসতেছে


সেলিম মালয়েশিয়াঃ বাংলাদেশ ও মালয়েশিয়া যৌথ উদ্যোগে রেমিটেন্স এন্ড ইনভেস্টমেন্ট ফেয়ার’২০১৪ উপলক্ষে আগমী ২১-২২ সেপ্টেম্বর রবি ও সোমবার ২দিন ব্যাপী মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের জন্য বিনামূল্যে কুয়ালালুমপুর দাতারান মারদেকা স্টেডিয়ামে একটি বিশাল কনসার্ট আয়োজন করা হয়েছে। উক্ত কনসার্টে প্রবাসী বাংলাদেশীদের জন্য জনপ্রিয় গান নিয়ে আসবেন কন্ঠ শিল্পী মনির খাঁন ও

হেমা। অনেক বছরের প্রতিক্ষায় এ অনুষ্ঠানকে ঘিরে প্রবাসী বাঙ্গালীরা আনন্দে উল্লাস। কুয়ালালুমপুর থেকে দূরে বসবাসরত শ্রমিক বাঙ্গালীরা স্ব স্ব কোম্পানীকে এক সপ্তাহ ছুটির আবেদন করে উক্ত অনুষ্ঠানে যথা সময়ে উপস্থিত হওয়ার উদ্যোগ নেয়। রবিবার বিকাল ৩ঘটিকা থেকে অনুষ্ঠান আরম্ভ হবে।

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪

মালেয়েশিয়া বাঙ্গালীদের ভিড়ের বন্যা


সেলিম মা’ শিয়াঃ মালেয়েশিয়ায় প্রতি শুক্র, শনি/রবিবার ছুটি দিন হলেও মালয়েশিয়া কুয়ালালুমপুর শহরে শনি, রবিবার ছুটিদিন হিসেবে বিভিন্ন শ্রেণীর বাঙ্গালী শ্রমিকেরা কারণে অকারণে ছুটে আসে কতরায়া বাংলা মার্কেট। বৈধ-অবৈধ বাঙ্গালীরা বেরিয়ে এসে ভিড়ের বন্যায় কতরায়া হয়ে উঠে ফকিরাপুলের মোড়। কতরায়া ঢুকলে বুঝা যাইনা মালেয়েশিয়ার অর্ন্তরভূক্ত কিনা বাংলাদেশ? হৈ হুল্লাশে এক আজব কাণ্ড। এক কথায় বলা যাই ফকিরাপুলের এক অবিকল শহর। এক দিকে শনি, রবি যেমন ছুটির দিন তেমনি আবার অবৈধ বাঙ্গালী শ্রমিকের জন্য ভয়ের দিন। বিশেষ করে প্রতি রবিবার এই কতরায়া বাংলা মার্কেটে বড় ধরনের অভিযান শুরু হয়। তাই বাঙ্গালীরা কৌশল অবলম্বন করে শনিবারে বেরিয়ে আসে ছুটে কাটাতে। এই সুযোগে প্রশাসন বাহিনী গত শনিরাব ১৩ই সেপ্টেম্বর ৬টি বাহিনীর সমন্বয়ে তকরায়া বাংলা মার্কেটে একটি বড় ধরণের অভিযান চালিয়ে প্রায় ৫শত বাঙ্গালী শ্রমিক ধরিয়ে পেলে। এর পরও বরিবার দেখা যায় সেই হৈ হুল্লাশে জোয়ারে থৈ থৈ।

শুক্রবার, ২৯ আগস্ট, ২০১৪

ফারুকী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের গুলি

টিভি চ্যানেলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক ও আলোচক মাওফারুকীলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা।
তাকে খুনের খবর ছড়িয়ে পড়লে বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রাম পাঁচলাইশের মুরাদপুরে সমর্থক আলেমরা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল শুরু করেন। এসময় তারা গাড়ি ভাঙচুরও করেন।
এর পরপরই আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মী সমর্থকরা নগরীর মুরাদপুর, বিবিরহাট, অক্সিজেন মোড়, শোলকবহর, দুই নম্বর গেট এলাকায় বিক্ষোভ করে ও দোকানপাট ভাঙচুর করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) হারুন অর রশীদ হাজারী জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে রাত ১২টা পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে, আহলে সুন্নাত ও ইসলামী ছাত্রসেনার দুই/তিনশ নেতাকর্মী সমর্থক সংসদ ভবনের সামনে অবস্থান করছেন। তাদের আরেকটি গ্রুপ সেখান থেকে মোহাম্মদপুরের দিকে মিছিল নিয়ে গেছে।
এদিকে চট্টগ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন শীর্ষস্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে  জানিয়েছেন, আগামীকাল বৈঠক করে তারা এই হত্যাকাণ্ডের প্রতিবাদের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবেন।
রাজধানীর পূর্ব রাজাবাজরে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সোয়া ৯টার দিকে তার ১৭৪ নং পূর্ব রাজাবাজারের নিজ বাসার সামনেই এ ঘটনা ঘটে।
মাওলানা ফারুকী চ্যানেল আইয়ের ‘কাফেলা’ অনুষ্ঠানের উপস্থাপক,  মাইটিভিতে ‘সত্যের সন্ধানে’সহ আরো কয়েকটি বেসরকারি চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠানের আলোচক বা উপস্থাপক ছিলেন। এছাড়া তিনি হাইকোর্ট মাজার মসজিদের খতিব হিসেবেও কাজ করতেন।

ইবোলা পরিস্থিতি ভয়াবহ, সতর্ক করলো যুক্তরাষ্ট্র

ebola_497325451মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করে বলেছে, মরণঘাতী ইবোলা ভাইরাসের ‘মহামারী’ পশ্চিম আফ্রিকায় ভয়াবহ আকার ধারণ করেছে। অনেকক্ষেত্রে এ রোগে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন তাদের প্রকৃত সংখ্যা উঠে আসছে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর দ্যা ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান এর পরিচালক টম ফ্রিডেন বুধবার এক সংবাদ সম্মেলনে এই সতর্কতার কথা বলেন।
তিনি বলেন, ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বাড়ছে। আগের চেয়ে এর অবস্থা আরো খারাপ হয়েছে।
‘বিশ্ব এর আগে ইবোলার এমন ভয়াবহতা আগে কখনো দেখেনি। এটা শুধু মৃত্যুর সংখ্যার হিসাবে নয়। বরং আমরা জেনেছি সেখানে নিহতের সংখ্যা যা এসেছে প্রকৃতপক্ষে তার চেয়ে অনেক বেশি মানুষ আক্রান্ত হয়েছে’, যোগ করেন টম ফ্রিডেন।
পশ্চিম আফ্রিকার দেশগুলোর মধ্যে ইবোলা সবচেয়ে বেশি মহামারী ছড়িয়েছে লাইবেরিয়াতে। সেখানে এখন পর্যন্ত ৬২৪ জনের মৃত্যু হয়েছে। আর এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজার ৮২ জন আক্রান্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর মতে, ‘অনাকাঙ্খিত’ এ মহামারীতে এ বছর এখন পর্যন্ত এক হাজার ৪২৭ জন মারা গেছেন। এছাড়া ইবোলায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬১৫ জন।
তবে হু মনে করে, এই সংখ্যাটি প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম। কারণ, অনেকক্ষেত্রেই সামজিকভাবে ইবোলায় আক্রান্তের তথ্য প্রকাশ করা হয় না।
এই অবস্থার মধ্যে ইবোলার মহামারী নিয়ে আলোচনার জন্য গিনির রাজধানীতে পশ্চিম আফ্রিকার দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীরা একত্রিত হচ্ছেন।